মোঃ তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধি
গোপালগঞ্জ জেলার সুযোগ্য ও সম্মানিত পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা বিপিএম পিপিএম মহোদয় গোপালগঞ্জ জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন। এসময় জেলা পুলিশের বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ এবং বিভিন্ন মন্দির কমিটির সম্মানিত সভাপতি, সেক্রেটারি ও সাধারণ দর্শনার্থীগণ উপস্থিত ছিলেন। সম্মানিত পুলিশ সুপার মহোদয় উপস্থিত সকলকে শারদীয় দুর্গাপূজার শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা নিয়ে মতবিনিময় করেন এবং যে কোন প্রয়োজনে পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা গ্রহণের প্রত্যয় ব্যক্ত করেন। জেলা পুলিশের সকল পদমর্যাদার পুলিশ সদস্যগণ সার্বক্ষণিক সম্মানিত পুলিশ সুপার মহোদয়ের প্রত্যক্ষ তত্ত্বাবধানে নিরাপদে ও আনন্দমুখর পরিবেশে যেন সকলে পূজা উদযাপন করতে পারে তা নিশ্চিতকরণে সদা জাগ্রত রয়েছে।