শরীয়তপুর প্রতিনিধিঃ
শরীয়তপুরের জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল নিজে ইলিশ মাছের ক্রেতা সেজে কয়েকজন ক্রেতা-বিক্রেতাকে হাতেনাতে ধরেন।
মঙ্গলবার (১১ অক্টোবর) বিকাল পাঁচটায় জাজিরার বড়কান্দি ইউনিয়নের চেয়ারম্যান শফি খলিফার বাড়ির কাছে পদ্মানদীর পাড় থেকে ইলিশ মাছ ক্রয়-বিক্রয়ের সময় হাতেনাতে পাঁচজনকে আটক করা হয়।
পরে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ কামরুল হাসান সোহেল আটককৃতদের মোবাইল কোর্ট পরিচালনা করে বিভিন্ন মেয়াদে জেল দিয়ে হাজতে প্রেরণ করেন।
আটককৃতরা হলো, বড়কান্দি ইউনিয়নের চেরাগ আলী সরদার কান্দি গ্রামের নজরুল শেখের ছেলে রুবেল শেখ(৩০), একই ইউনিয়নের শেখ কান্দি গ্রামের আল আমিন মাদবর (৪৫), কাচারী কান্দি গ্রামের সলেমান সরদার(৫২), লতিফ মৌলভীর কান্দি গ্রামের লালচান মাদবর (৩০) ও পালেরচর ইউনিয়নের দক্ষিণ দড়িকান্দি গ্রামের বাদল মোল্লা(২৮)।
এবিষয়ে জাজিরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুল হাসান সোহেল জানান, আমরা মা ইলিশ সংরক্ষণ অভিযানে অত্যন্ত সতর্কতার সাথে কাজ করে যাচ্ছি।
এমতাবস্থায় জানতে পারি কিছু কিছু জায়গায় অবৈধভাবে মাছ ধরে ক্রয়-বিক্রয় করছে কিছু অসাধুরা। তাই আমি নিজে ক্রেতা সেজে কয়েকজনকে হাতেনাতে ধরে বিভিন্ন মেয়াদে জেল দেই।