জামাল শিকদার:: বিনোদন প্রতিবেদক
বৃহস্পতিবার (১৩ অক্টোবর) বিকাল ৫ টায় মুন্না খান মাল্টিমিডিয়া ইউটিউব চ্যানেলে প্রকাশ পেয়েছে মুন্না খান এর নতুন মিউজিক্যাল ফিল্ম ‘জোঁনাক পোকার আসরে’। গানটি লিখেছেন সাইফুল বর্ণ। সুর করেছেন সজীব শান ও সংগীত আয়োজন করেছেন সম্রাট আহমেদ। গানটিতে কন্ঠ দিয়াছেন কন্ঠশিল্পী সজীব শান । ডিওপিতে সুমন ইমরান ও মিউজিক্যাল ফিল্মটি নির্মাণ করেছেন শিপন খান। গানটিতে মডেল হিসাবে ছিলেন মুন্না খান, নুসরাত পপি ও জুনিয়র শাকিব।রূপসজ্জায় ছিলেন বাবু।
মডেল ও অভিনেতা মুন্না খান বলেন, কণ্ঠশিল্পী সজীব শান গাওয়া ‘জোঁনাক পোকার আসবে’ গানটি অসাধারণ।নুসরাত পপি’র সাথে জুটি বেঁধে কাজ করেছি। গানটি নিয়ে দারুণ একটি মিউজিক ভিডিওটা নির্মান করা হয়েছে। আমার বিশ্বাস তার সুনিপুণ অভিনয় দর্শকদের কাছে আলাদাভাবে প্রশংসা কুড়াবে । গানটি মুক্তি পেয়েছে আর দর্শকরা ভালোভাবে গানটি গ্রহণ করলেই আমাদের সার্থকতা।
নির্মাতা শিপন খান বলেন, ‘জোঁনাক পোকার আসবে’ গানটি প্রকাশ্য এলো। গানের সঙ্গে সামঞ্জস্য রেখে এর ভিডিওটি নির্মাণ করেছি৷ গানটি চিত্রায়ন করা হয়েছে পুবাইলে ভালো একটি কাজ হয়েছে। আশা করছি,সবার গানটি দেখে ভালো লাগবে।