শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার কমিটি অনুমোদন গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুতে পুড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, বিচ্ছিন্ন হয়ে গেছে এক হাত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গণভবন হবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। গণ-অভ্যুত্থানের এক মাস পূর্তিতে ড. ইউনূসের বার্তা যৌনকর্মীদের ওপর নির্যাতন বন্ধে ১০ দফা দাবি। সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গিকারাবদ্ধ : আইজিপি পায়রা জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিবেন – ডঃ ইউনূস

ইবতেদায়ী শিক্ষকদের আশ্বস্ত করার পাশাপাশি সতর্কবাণী জয়নুল আবেদীন জেহাদীর।

  • আপডেট সময় : শনিবার, ১৫ অক্টোবর, ২০২২
  • ৪৬২ বার পঠিত

নিজস্ব প্রতিনিধি:

বাংলাদেশ স্বতন্ত্র  ইবতেদায়ী মাদ্রাসা অনেক  চড়াই উৎরাই পেরিয়ে গত ১২ অক্টোবর ২০২২ খ্রিঃ তারিখে শিক্ষা মন্ত্রণালয়ের বৈঠকের মধ্য দিয়ে আশার আলো দেখতে পাচ্ছে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকগণ। 
অপরদিকে ইবতেদায়ী শিক্ষক সেজে আগামীদিনের কার্যক্রম ব্যহত করার জন্য সরকার বিরোধী ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্য জোট বিরোধী নানান ধরনের আপত্তিকর  কথা বার্তা সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দিচ্ছে। 
এবিষয়ে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষকদের কে সরকারের প্রতি আস্থাশীল হওয়ার পাশাপাশি কুচক্রী মহলকে সতর্কবাণী দিয়েছেন স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক ঐক্যজোটের মুখপাত্র এস এম জয়নুল আবেদীন জেহাদী। 
সরাসরি এস এম জয়নুল আবেদীনের টাইম লাইন থেকে উল্লেখ করা হলো।
মহান আল্লাহর দরবারে অশেষ শোকরিয়া যার হুকুমে, অধ্যক্ষ শাহজাহান আলম সাজু ভাইয়ের সহযোগিতায় ও আমাদের ঐক্যজোট নেতৃবৃন্দের প্রচেষ্টায় গত ১২ই অক্টোবর ২০২২ রোজ বুধবার মাননীয় শিক্ষামন্ত্রী, শিক্ষা উপমন্ত্রী, শিক্ষা সচিব, মাদরাসা শিক্ষা অধিদপ্তেরর মহাপরিচালক, মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, অর্থ  মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিবসহ শিক্ষা মন্ত্রণালয়ের সর্বোচ্চ নীতিনির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হয়ছে। 
উক্ত বৈঠকে স্বতন্ত্র  ইবতেদায়ী নিয়ে যা আলোচনা হয়েছে এবং মন্ত্রী মহোদয় যে সিদ্ধান্ত দিয়েছে তা বাস্তবায়নের জন্য মহান আল্লাহর সাহায্য ও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসার সকল শিক্ষকের সহযোগিতা কামনা করতেছি।
আমরা ঐক্যজোট নেতৃবৃন্দ শতভাগ নিশ্চিত হয়ে বলতেছি, ইনশাল্লাহ মাননীয় শিক্ষামন্ত্রী মহোদয় কাজের প্রক্রিয়া করার জন্য সে সময় টুকু নিয়েছে তার মধ্যে আমাদের আশা পূরন হবে। 
তাই সকল ইবতেদায়ী মাদরাসা শিক্ষকের দৃষ্টি আকর্ষণ করে বলতেছি কোন ধরনের আজেবাজে পোষ্ট বা মন্তব্য করবেন না, যদি সরকার বিরোধী বা সংগঠন বিরোধী কোন পোষ্ট বা মন্তব্যের কারণে ইবতেদায়ী জাতির কোন ক্ষতি হয় তাহলে ডিজিটাল তথ্য আইন অনুযায়ী ঐক্যজোটের পক্ষ থেকে আইনি ব্যবস্থা গ্রহণ করে শাস্তির আওতায় আনা হবে।
যদি বেতন চান তাহলে সকল শিক্ষককে ৫ মাস পর্যন্ত ধৈর্য ধারণ করতে হবে।এবং সকল অবস্থা পর্যবেক্ষণ করার জন্য অনুরোধ করা হইল। আমরা ঐক্যজোট নেতৃবৃন্দ বলেছিলাম আমাদের সাথে শিক্ষামন্ত্রী মহোদয়ের আনুষ্ঠানিক বৈঠক হবে তখন অনেকে ঠাট্টা বিদ্রুপ করেছেন দেরীতে হলেও আমাদের কথা বাস্তবায়ন হয়েছে সবাই দেখেছেন। এবারও বলতেছি  আমাদের বেতন হবে ইনশাআল্লাহ, তবে কতটা মাদরাসা হবে তার সংখ্যা পরে জানতে পারবেন। 
ইবতেদায়ী শিক্ষার্থীরা উপবৃত্তি পাবে, ডাটা বেইজ তালিকা চুড়ান্তভাবে সম্পন্ব হবে যারা ডাটা বেইজে অন্তর্ভুক্ত হতে পারেনি, বাদ পরেছে,  তারাও ঢুকতে পারবে ইনশাআল্লাহ, বন্ধ নবায়ন চালু হবে। অটো পাশের মুল্যায়ন পাবে।
তাই দীর্ঘদিনের প্রচেষ্টার অর্জনকে কেউ নষ্ট করতে চাইলে সবাইকে ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করার জন্য অনুরোধ জানাচ্ছি। আমরা আর কোন দলাদলি চাইনা। অনুরোধে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট নেতৃবৃন্দ কেন্দ্রীয় কমিটি।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park