নিজস্ব প্রতিনিধী :
গতকাল রাতে প্রশাসন সেজে, ডাকাতির চেস্টা করে কিছু ডাকাত দল।
গতকাল রাত ১২টা ৩০মিনিটের দিকে সন্দ্যানদীতে অবৈধ ভাবে ইলিশ মাছ ধরতে নামে অজ্ঞাত নামা দুই জেলে, আগে থেকেই ওৎ পেতে থাকা ডাকাত দল একটি ইস্টিলবডি ট্রলার নিয়ে জেলেদের দিকে ধাওয়া করে।
জেলেরা বিষয়টি বুঝতে পেরে কিনারের দিকে ছুটতে শুরু করে এবং প্রান বাচাতে নদীতে লাফিয়ে পড়ে ও তীরে উঠতে সক্ষম হয়। কিছু সময় পরে ফেলে যাওয়া ট্রলারের খোজ নিতে গেলে কোনো প্রকার হদিস মিলে না। সকাল হলে লোকজন মিলে আবারও ট্রলারের খোজে নদীতে নামে জেলেরা। তাদের উপস্থিতি টের পেয়ে ডাকাত দল ট্রলার ফেলে পালিয়ে যায়।
জেলেরা তাদের ট্রলার উদ্ধার করতে সক্ষম হন।