গাজী এনামুল হক (লিটন)
বিশেষ প্রতিনিধিঃ
পুলিশ সুপার পিরোজপুর জনাব মোহান্মদ সাঈদুর রহমান পিপিএম সেবা’র নির্দেশে চলমান মাদক উদ্ধার অভিযানে ১১ নভেম্বর রাত আনুমানিক ১০ঃ৩০ ঘটিকায় পিরোজপুর জেলার কাইখালী উপজেলার উজিয়াল খা, ডাকববাংলা মোরে রাস্তার উপরে ডিবির (উত্তর)টিমের এস আই দেলোয়ার হোসাইন জসিম এর নেতৃত্রে এসআই নওসাদ এএসআই মাসুদ।ফাহাদ,,মেহেদী ও রেজোয়ান সহ অভিযান চালাইয়া ৫ গ্রাম মাদক জাতিয় ক্রিষ্টাল মেথ আইস সহ, একাধীক মাদক মামলার আসামী মোঃ রুবেল মুন্সী (৪৭) পিতা মৃত হাসেম মুন্সী সাং চিরাপারা পারসাতুরিয়া থানাঃ কাউখালী,জেলাঃ পিরোজপুরকে গ্রেপ্তার করে কাউখালী থানায় সোপর্দ /হস্তান্তর করা হইয়াছে।।
অপরদিকে, পিরোজপুর পৌর শহরের সদর রোডে অভিযান চালাইয়া একাধীক মাদক মামলার আসামী নয়ন হোসেন অভি (২৬) পিতাঃ ইউছুফ সেখ,সাং ও থানা কচুয়া জেলা বাগেরহাট বর্তমান কালীবাড়ী রোড পৌরসভা থানা ও জেলা পিরোজপুরকে ১১ নভেম্বর রাত আনুমানিক ১১.৫০ ঘটিকার দিকে ১০ পিচ ইয়াবা ৫০ গ্রাম গাজা ও নগদ ৩৫০০/ টাকা সহ গ্রেপ্তার করে পিরোজপুর সদর থানায় সোপর্দ /হস্তান্তর করা হইয়াছে।
ডিবি পুলিশ পিরোজপুরের মাদক বিরোধী অভিযান অব্যাহত রয়েছে বলে জানা যায়।