স্টাফ রিপোর্টার :
দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার উপ-সম্পাদক ও এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক মোঃ ফেরদাউস হাওলাদার কে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে মারার হুমকি দিয়েছেন মোঃ নিহাত হাসান (রাব্বি) (১৮)। পিতা- মোঃ দুদা মিয়া, মাতা- লাইজু বেগম, গ্রাম- গংগীপাড়া, ডাকঘর- কাছিয়াবুনিয়া- থানা, রাঙ্গাবালী, জেলা- পটুয়াখালী। গতকাল ১৫ নভেম্বর দুপুর ১২টা ১ মিনিটে Md Nihat Hasan ফেসবুক আইডি থেকে এই হুমকি প্রদান করে। ফেসবুক আইডির পোস্টে মোঃ নিহাত হাসান হুমকি স্বরুপ উল্লেখ করেন যে, ওই ফেরদাউস তুই ভাবিস না আমি চুপ আছি বলে তোদের কে ভয় পাই তাহলে এটা তোর ভুল ধারনা, কারন আমাকে চুপ করে রাখা হয়েছে আর এখন সেই মানুষ টা তোদের কে মারতে বলছে তাই তোকে বলি ঢাকা থেকে রাঙ্গাবালি ভাবনা চিন্তা করে আশিস।