নুর আলম
চীফ রিপোর্টার:
বৃহস্পতিবার (১৭-নভেম্বর) সকালে শরীয়তপুরের ডামুড্যা থেকে ঢাকা যাওয়ার পথে নড়িয়ার রাজনগর এলাকায় বিআরটিসির এসি বাসটি অন্য একটি গাড়িকে সাইড দিতে গেলে রাস্তার পাশে খাদে পড়ে এই দুর্ঘটনা ঘটে। এসময় বাসের ড্রাইভার সহ বাসের মধ্যে থাকা অন্তত ৩০ যাত্রী আহত হন। আহতদের উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থলে গেলে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল ১১টার দিকে ঢাকাগামী বাসটি জামতলা ও বেইলি ব্রীজের মধ্যবর্তী স্থানে রাস্তার খাদে পড়ে যায়। পরে মাঠে কাজ করা কৃষক, পথচারী এবং আশপাশের বাড়ির লোকজন বাসের ভিতরে থাকা যাত্রীদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।
খবর পেয়ে ঘটনাস্থলে শরীয়তপুর ও জাজিরা ফায়ার সার্ভিসের দুইটি টিম এসে উদ্ধার অভিযানে অংশ নেয়। তবে তাদের আসার পূর্বেই বাসের যাত্রীদের উদ্ধার করতে সক্ষম হয় নেয় স্থানীয়রা।
শরীয়তপুর ফায়ার সার্ভিসের ওয়্যার হাউস ইন্সপেক্টর আমজাদ হোসাইন জানান, আমরা খবর পেয়ে সাথে সাথেই ঘটনাস্থলে আসি। তবে আমরা আসার পূর্বেই স্থানীয়রা সবাইকে উদ্ধার করতে সক্ষম হয়।