মোঃ সিফাত উল্লাহ (উজিরপুর, বরিশাল):
বরিশাল জেলার উজিরপুর উপজেলার বামরাইল ইউনিয়নের দক্ষিণ কালিহাতা গ্রামের মোঃ আব্দুর রহিম হাওলাদার(৫৫) পিতা মৃতঃ খালেক হাওলাদার কে অমানসিক নির্যাতন ও প্রানে মেরে ফেলার হুমকি দেন একই গ্রামের সম্পর্কে ভাতিজা মোঃ আজিম হাওলাদার( ৩০) পিতা মৃতঃ মোঃ তাহের হাওলাদার ঘটনাটি ঘটেছে ২২/১১/২২ তারিখ সন্ধ্যা ৮ টায়।
সরেজমিনে তথ্য সংগ্রহ করতে গেলে ভুক্তভোগী মোঃ আব্দুর রহিম হাওলাদার (৫৫) বলেন আমার বসত বাড়িতে ১৪ শতাংশ জায়গা থাকলেও একটু একটু করে কেড়ে নিয়েছে ১০ শতাংশ জায়গা। আমার কোন জায়গা নেই শুধু বসতি ঘর ছাড়া এ নিয়ে আমি আমার ভাইয়ের ছেলে মোঃ আজিম হাওলাদারের সাথে কথা বলতে গেলে আমাকে কুড়াল, বটি, লাঠিসোটা ও দেশীয় অস্ত্র নিয়ে তেড়ে আসে এবং আমি ভয়ে প্রতিবেশীদের ঘরে গিয়ে আশ্রয় নেই তখন ঘরে আগুন দেয়ার চেষ্টা চালায় কিন্তু তাতে ব্যর্থ হওয়ায় আমার বসতি ঘর ভাংচুর করা হয় এবং আমাকে মেরে ফেলার হুমকি দেয়। এর আগেও আমার বসতি ঘর ৩/৪ বার ভাংচুর করা হয় আমি খুব আতংকে এবং ভয়ে আছি যেকোন সময়ে আমাকে মেরে ফেলতে পারে আমার প্রানের অনেক ঝুঁকি আছে।
ভুক্তভোগী মোঃ আব্দুর রহিম হাওলাদার(৫৫) আরও জানান আমার ২ ছেলে চাকুরিজীবি হওয়ায় একজন ঢাকায় ও অন্যজন আগৈলঝড়ায় থাকে এবং তার ২ মেয়ের এক মেয়ে বরিশালে ও আরেক মেয়ে ঢাকায় থাকে। তার ছোট মেয়ের জামাই একটি মানবাধিকার সংস্হা এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক। আজিম হাওলাদার তার ছোট জামাইকে উদ্দেশ্য করে রহিম হাওলাদারকে বলে ” তোর মেয়ের জামাই না ঢাকার বড় সাংবাদিক কই সেতো আমার কিছুই করতে পারলো না “। এ বিষয়ে তার মেয়ের জামাই এম, এস, এ রেজার সাথে মুঠোফোনে আলাপকালে তিনি জানান ” এটা তাদের পারিবারিক বিরোধ হওয়ায় তিনি এ বিষয়ে কোন আইনানুগ পদক্ষেপ না নিয়ে সামাজিকভাবে মিমাংসা করার কথা বলেন, কিন্তু এখন যেহেতু তার শ্বশুর এবং তাকেও হুমকি দিতেছে তাই এ বিষয়ে আইনানুগ ব্যাবস্হা গ্রহনের চেষ্টা করবেন”।
ভুক্তভোগী আরো জানান কেউ বাড়িতে না থাকায় এই সুযোগে ভাতিজা মোঃ আজিম হাওলাদার (৩০) সর্বস্ব কেড়ে নিতে চাচ্ছে। কিন্তু আমি ভাতিজাকে জায়গা দিতে রাজি না থাকায় আমার উপর মাঝে মধ্যে অমানসিক ও অমানবিক নির্যাতন করা হয় এবং আমাকে বসতি বাড়ি ছেড়ে যেতে বলে।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে এই প্রতিবেদককে নাম প্রকাশে অনিচ্ছুক একব্যক্তি বলেন মোঃ আজিম হাওলাদার (৩০) একজন খারাপ প্রকৃতির লোক সে যেকোন সময় একটি দুর্ঘটনা ঘটিয়ে ফেলতে পারে। সামগ্রিক বিষয়টি নিয়ে এলাকায় চাপা ক্ষোভ বিরাজ করছে। এমতাবস্থায় নির্যাতিত রহিম হাওলাদার পরিবারের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অনুরোধ জানান!
এ বিষয়ে অভিযুক্ত মোঃ আজিম হাওলাদার (৩০) এর সাথে কথা বলতে গেলে সাংবাদিক আসার খবর পেয়ে পালিয়ে যায় এবং তার বসতি ঘরে তালা ঝুলতে দেখা যায়।