রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুর জেলায় সদর উপজেলার পাঁচখোলা ইউনিয়নে পূর্ব পাঁচখোলা গ্রামে পারিবারিক বিরোধ এর কারণে পাওয়ার টিলার দিয়ে এক একরের অধিক জমিতে চাষ করা প্রায় এক লক্ষ টাকার সরিষা ও কালোজিরা মাটিতে মিশিয়ে দিয়েছে সোহরাব মাল গং। বিগত ২ ডিসেম্বর আনুমানিক সকাল ৮ঃ০০ ঘটিকায় সোহরাব মাল তার সঙ্গী আমেনা বিবি, সেলিম মাল, সোহাগ মাল, নাদিম মাল, রেকসোনা বেগম সহ অজ্ঞাত আরো ৫/৭ জন নিয়ে ফসলী জমিতে লাঠি সোঠা নিয়ে প্রবেশ করে চাষ করা ফসলের ব্যাপক ক্ষতিসাধন করে মাটির সাথে মিশিয়ে দেয়। এই ঘৃণ্য কর্মকাণ্ডে বাধা দিতে গেলে সোহরাব মাল গং দেশীয় লাঠি সোঠা দিয়ে প্রতিপক্ষ নাসির উদ্দিন আহমেদ মাল ওরফে নাসির মাস্টার, তাহোমিনা আক্তার, সালমা বেগম, তানিয়া আক্তার কে তাদের হাতে থাকা লাঠি সোঠা দিয়ে আক্রমণ করে ও কিল ঘুষি মেরে আহত করে। সরেজমিনে গিয়ে দেখা যায় যে উক্ত জমিনে প্রায় লক্ষাধিক টাকার ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধন করে। এই জমি নিয়ে দীর্ঘদিন যাবত উভয় পক্ষের ভিতর জমির মালিকানা নিয়ে বিরোধ চলমান আছে এবং এলাকার মুরুব্বিগণ বিভিন্ন সময়ে এ বিষয়টির সমাধানের চেষ্টা করলে উক্ত সোহরাব মালের নিকট তার স্বপক্ষে জমির কাগজপত্র না থাকায় মীমাংসার বিষয়টি এড়িয়ে যায়।
উক্ত বিষয়টি নিয়ে মাদারীপুর সদর থানায় গত ৩ ডিসেম্বর ২০২২ ইং তারিখে একটি অভিযোগ দায়ের করা হয়।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.