স্টাফ রিপোর্টার:
ক্রাইম নিউজ২৪ ও দৈনিক গনতদন্ত পত্রিকার স্টাফ রির্পোটার এবং এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির ঢাকা মহানগর উত্তরের সভাপতি মোঃ আমিনুল হকের উপর সন্ত্রাসীরা হামলা করে গুরুতর আহত করেছে। গত ৬ ই নভেম্বর ২২ ইং তারিখে তার ব্যবসা প্রতিষ্ঠানে থাকা অবস্থায় রাত অনুমানিক ৯.১৫ মিনিটে স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা পরিকল্পিত হামলায় গুরুতরভাবে আহত হয় । এ ব্যাপারে দারুস সালাম থানায় অভিযোগ ও পরবর্তীতে সাধারণ ডায়েরি করা হয়েছে।
গুরুতর আহত মানবাধিকার কর্মী ও সাংবাদিক এখন পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন আছেন। তার বাম হাতে প্লাস্টার করা হয়েছে। এদিকে সন্ত্রাসী হামলায় তার দোকানের ব্যাপক ক্ষয় ক্ষতি হয়েছে।
আসামীরা ঘটনার পর থেকেই পলাতক আছে। এ বিষয়ে ক্রাইম নিউজ২৪, দৈনিক গনতদন্ত পরিবার, মেট্টোপলিটন প্রেসক্লাব ও এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটর্স সোসাইটি কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার সম্পাদক এম,এস,এ রেজা এবং এন্টি ক্রাইম এন্ড হিউম্যান রাইটস সোসাইটির মহাসচিব ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার প্রকাশক সহ বিভিন্ন সংগঠন তীব্র নিন্দা জানিয়ে গভীর ক্ষোভ প্রকাশ করেছেন
এবং দ্রুত আসামীদের গ্রেফতার করে আইনগত বিচারের দাবী জানিয়েছেন।
এছাড়াও এস এস সি ৮৫ বাংলাদেশ গ্রুপ ও তীব্র নিন্দা জানিয়েছেন। আহত সাংবাদিক এ গ্রুপের একজন অন্যতম সদস্য।