তপু শেখ
গোপালগঞ্জ প্রতিনিধিঃ
গোপালগঞ্জ জেলার টুংগিপাড়ার ২নং বর্নি ইউনিয়নের চেয়ারম্যান মোসাঃ মিলিয়া আমিনুল,তিনি একজন সৎ নিষ্টাবান ও জন দরদী সমাজ সেবি। ২নং বর্নি ইউনিয়নের সাধারণ মানুষের কাছে তিনি গরীবের চেয়ারম্যান ও কৃষকের চেয়ারম্যান নামে আক্ষায়িত। ইউনিয়নের সকল উন্নয়ন মূলক কর্মকাণ্ডে তার ভূমিকা অপরিসীম। সরকারি সকল প্রকার অনুদান তিনি গরীব দুঃখী গণমানুষের মাঝে বিলিয়ে দেয়ার চেষ্টা করেন। তাহার এই নিঃসার্থ জনসেবা, ২নং বর্নি ইউনিয়নের জন সাধারণের মন কেড়েছে। তারা বারবার এরকম একজন চেয়ারম্যানকে তাদের প্রতিনিধি হিসেবে দেখতে চায়।
২নং বর্নি ইউনিয়নের জন সাধারণ তাহার সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে।