নুর আলম
চীফ রিপোর্টার:
শরীয়তপুরের জাজিরার শেখ রাসেল সেনানিবাসের ২৮-ইস্ট বেংগল, ৯৯ কম্পোজিট ব্রিগেড এর পক্ষ থেকে বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিত ১ হাজার ৫’শ কম্বল ও ৫’শ সোয়েটার বিতরণ করা হয়েছে।
শুক্রবার (৩০-ডিসেম্বর) সকাল ১০টায় জাজিরা, শিবচর ও মুন্সিগঞ্জের লৌহজং সহ ৫টি স্থানে শীতার্তদের মধ্যে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়।
এর আগে জাজিরা উপজেলার পূর্ব নাওডোবা পাবলিক উচ্চ বিদ্যালয়ের মাঠে শেখ রাসেল সেনানিবাসের ২৮ ইস্ট বেংগল এর লেফটেন্যান্ট কর্নেল মোঃ ফাহিম ও উপ অধিনায়ক আল আমিনের উপস্থিতিতে ৪’শ কম্বল ও ১’শ সোয়েটার শীতার্ত মানুষের মধ্যে বিতরণ করা হয়। এসময় কম্বল ও সোয়েটার পেয়ে আনন্দ প্রকাশ করেন শীতবস্ত্র নিতে আসা শীতার্ত সাধারণ মানুষ।