রকিব হাসান
বিশেষ প্রতিনিধিঃ
মাদারীপুরে ছাদ থেকে পড়ে মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে। রোববার সন্ধ্যায় শহরের পুরানবাজার বড় মসজিদ মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। নিহত নুর সেতারা (৪৫) একই এলাকার আক্কাস বয়াতীর মেয়ে।
পুলিশ ও স্বজনরা জানায়, নুর সেতারার মা অন্যের বাড়িতে কাজ করতে সকালে বের হয়। বাড়ি ফিরে না আসলে সন্ধ্যায় মাকে খুঁজেতে নিজবাড়ি থেকে বের হয় মানসিক প্রতিবন্ধী নুর সেতারা। হাঁটতে হাঁটতে একপর্যায়ে পুরানবাজার বড় মসজিদ মার্কেট এলাকায় তিনতলা ভবনে ওঠে যায় ওই প্রতিবন্ধী। পরে অসাবধাবশত তিনতলা ভবনের ছাদ থেকে নিজে পড়ে যায় সে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নুর সেতারাকে মৃত ঘোষণা করেন।
মাদারীপুর জেলা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা. জাহিন আরেফিন জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই ওই নারীর মৃত্যু হয়। মাথায় গুরুতর আঘাতের কারনেই এই মৃত্যু বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।