আকাশ চৌধুরী
মানিকগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এ,এম নাঈমুর রহমান দুর্জয় বলেছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিশ্বের কাছে বাংলাদেশকে উন্নয়নের রোল মডেল হিসেবে পরিচিত করেছেন। প্রধানমন্ত্রীর নেতৃত্বে অস্থিতিশীল বাংলাদেশ- এখন স্থিতিশীল। বাংলাদেশ এখন যে ধরণের অর্থনৈতিক বিকাশের মধ্য দিয়ে যাচ্ছে, তা অব্যাহত থাকলে ২০৩৫ সালে বিশ্বের ২৫তম বৃহৎ অর্থনীতির দেশ হবে।
১৭ জানুয়ারি ২০২৩ বিকালে ঘিওর উপজেলার তেরশ্রী কালী নারায়ণ ইনস্টিটিউট মাঠে ব্যক্তিগত অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে উপজেলার ঘিওর সদর ইউনিয়ন ও পয়লা ইউনিয়নের এক হাজার দরিদ্র শীতার্তদের মাঝে কম্বল বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি আরও বলেন, বিএনপি-জামায়াত জোট যখন ক্ষমতায় ছিল তারা শুধু নিজেদের কথা চিন্তা করেছেন। তারা দেশের মানুষের উন্নয়নের কথা ভাবেনি। কিন্তু আওয়ামী লীগ সরকার জনবান্ধব সরকার, শুধু কথায় নয় কাজেও বিশ্বাসী। মানিকগঞ্জসহ দেশের প্রতিটি জেলায় উন্নয়নের নানা ছোঁয়া পেয়েছে। শেখ হাসিনা শুধু আওয়ামী লীগ নয়, দেশের সকল মানুষের দায়িত্ব নিয়েছেন। কারণ প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভালো থাকলে দেশ ও দেশের মানুষ ভালো থাকে। তাই সকলের কাছে তিনি প্রধানমন্ত্রীর জন্য দোয়া চেয়েছেন।
এসময় জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তায়েবুর রহমান টিপু, ঘিওর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল আলিম মিন্টু, সাধারণ সম্পাদক মো. হামিদুর রহমান আলাই, পয়লা ইউনিয়নের পরিষদের চেয়ারম্যান হারুন অর রশিদ প্রমুখ উপস্থিত ছিলেন।
এর আগে, তিনি ১৯৯৮ সালের বন্যায় বিলীন হয়ে যাওয়া কুস্তা-নারচি সড়কটির পুনঃনির্মাণ কাজের উদ্ভোধন ও অত্র এলাকা পরিদর্শন করেন। পরে দৌলতপুর উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ ও দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার এর সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।