বরিশাল প্রতিনিধি :
বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক শিশুকে উদ্ধার করলো। মেট্রোপলিটন কোতয়ালী মডেল থানাধীন আমানত গঞ্জ পুলিশ ফাঁড়ীর ইনচার্জ এস আই লোকমান।
গতকাল বুধবার (১৮জানুয়ারী) দুপুর ১১:৩০ ঘটিকা সময় শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের তৃতীয় তলার লেবার ওয়ার্ডে প্রসূতি, মোসা: কাকলি বেগম (২০), স্বামী: মোঃ হেলাল উদ্দিন বেপারী, সাং কাউনিয়া বিসিক রোড এলাকার বাসিন্দা।
তিনি গত সোমবার (১৬ জানুয়ারী) বিকাল ৪:৩০ ঘটিকায় প্রসবের জন্য মেডিকেলে ভর্তি হয়। পরবর্তীতে গতকাল(১৭জানুয়ারী) ২:৪০ ঘটিকায় সিজারের মাধ্যমে সে একটি পুত্র সন্তান প্রসব করেন।
গতকাল বুধবার (১৮ জানুয়ারী) দুপুর আনুমানিক ১১:৩০ ঘটিকার সময় ঘুমন্ত মায়ের পাশে নবজাতক সন্তানকে রেখে নবজাতকের ফুফু বাথরুমে গেলে এই সুযোগে ঘুমন্ত মায়ের পাশ থেকে নবজাতক শিশুটি এক মহিলা চুরি করে নিয়ে পালিয়ে যায়।
পরিবারের সদস্যরা অনেক খোঁজাখুঁজি করে না পাওয়ায় মেডিকেল কর্তৃপক্ষকে ঘটনাটি জানান এবং শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি পুলিশকে অবহিত করেন। গতকাল১২:৩০ ঘটিকার দিকে বরিশাল সিটি কর্পোরেশনে কর্মরত মোঃ শাহাদাত হোসেন মাসুম আমানতগঞ্জ পানির পাম্প সংলগ্ন এলাকার দিয়ে যাওয়ার সময় শাহিনুর বেগম (৩৫) নামে একটি মহিলাকে কাপড়ের নিচে পেচিয়ে নবজাতক শিশুকে নিয়ে যেতে দেখে সন্দেহ হয়।
পরবর্তীতে আমানতগঞ্জ পুলিশ ফাঁড়িকে অবহিত করলে বাচ্চাসহ উক্ত মহিলাকে আটক করে কোতয়ালী মডেল থানায় নিয়ে আসেন। আটককৃত মহিলা হলেন, চরমোনাই ইউনিয়ন চরহোগলা গ্রামের বাসিন্দা মোঃ আমিন বিশ্বাসের স্ত্রী শাহিনুর বেগম।
বরিশাল মেট্রোপলিটন উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) মোঃ আলী আশরাফ ভূঁইয়া এর উপস্থিতিতে বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নবজাতকটিকে তার মায়ের কাছে হস্তান্তর করেন।
কোতয়ালী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিমুল করিম জানান,আটককৃত মহিলা শাহিনুর বেগমের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।