বরিশাল প্রতিনিধিঃ
দূষণমুক্ত শিল্পকারখানা স্থাপন হবে আমাদের আগামী শিল্পবিপ্লব’ বলে মন্তব্য করেছেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন।
শনিবার (৪ জানুয়ারি) দুপুরে জেলা প্রশাসনের আয়োজনে বরিশাল সার্কিট হাউস সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। এ সময় বরিশাল জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন অনুষ্ঠানের সভাপতিত্ব করেন।
শিল্পমন্তী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন বলেন, বরিশাল যেহেতু ঢাকার নিকটতম তাই বরিশালকে আমরা হেডকোয়ার্টার করতে পারি। বরিশালে ইপিজেড হবে, ভোলা থেকে গ্যাসও আসবে। আমরা এই সম্ভাবনাগুলো যাচাই করতেই বরিশালে এসেছি।
এ সময় উপস্থিত ছিলেন বরিশাল সিটি করর্পোরেশনের মাননীয় মেয়র, বরিশাল মহানগর আওয়ামীলীগের সাধারন সম্পাদক সেরনিয়াবাত সাদিক আবদুল্লাহ, শিল্প মন্ত্রণালয়ের সচিব জাকিয়া সুলতানা, শিল্প ও শক্তি বিভাগ, পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব) আবদুল বাকি, বিসিক চেয়ারম্যান মাহাবুবুর রহমান, বরিশাল রেঞ্জ ডিআইজি এস এম আখতারুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মো. সাইফুল ইসলামসহ প্রমুখ নেতৃবৃন্দ উপস্তিত ছিলেন!