মোঃমনিরুজ্জামান তালুকদার।
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
কলাপাড়ায় বিষপানে মোসা: তানজিলা আক্তার নাহার (৩০) নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। রবিবার সন্ধ্যায় কলাপাড়া পৌর শহরের চিংগড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত গৃহবধু কলাপাড়া উপজেলার টিয়াখালী ইউনিয়নের রজপাড়া গ্রামের মো.পারভেজ হোসেনের স্ত্রী। এ ঘটনায় রবিবার রাতে থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে ।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশ উপ-পরিদর্শক মো.জহিরুল ইসলাম জানান, দুই সন্তানের জননী তানজিলা আক্তার নাহার দীর্ঘদিন ধরেই নানান রকমের রোগে আক্রান্ত ছিলো । ঘটনার দিন শারীরিক অসহ্য যন্ত্রনা সইতে না পারায় সে সবার অগোচরে চাংগুরিয়ার বাবার বাড়ীর ঘরে থাকা বিষ পান করায় অসুস্থ হয়ে পড়ে। পরে তাঁকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেকক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।