আফরোজা রহমান:
শুরবাড়ি থেকে ফেরার পথে সড়ক দুর্ঘটনায় লাশ হয়ে বাড়িতে ফিরতে হলো শাহীন হোসেন(৩০) নামের এক যুবকের।জানাযায়,নিহত শাহীন হোসেন শরিয়তপুর জেলার জাজিরা থানার কাৎলাগাড়ি গ্রামের শুকুর আলীর ছেলে।
স্থানীয়রা জানান, শনিবার বিকালে গাড়াগঞ্জ এলাকায় শশুরবাড়ি থেকে ইজিবাইক যোগে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলো।পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের ঝিনাইদহের শৈলকুপার গাড়াগঞ্জ এলাকায় একটি পেট্রোল পাম্পের সামনে এসে পৌঁছালে কুষ্টিয়া গামি বিআরটিসি’র একটি যাত্রীবাহী বাস ইজিবাইকে ধাক্কা দিলে যাত্রী শাহীন মারাত্মক আহত হয়।সেখান থেকে স্থানীয়ারা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত ডাঃ জেসমিন সুলতানা তাকে মৃত ঘোষণা করেন।
শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) আমিনুল ইসলাম বলেন,দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।খোঁজ খবর নিয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।একইসাথে আইনের মাধ্যমে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।এ রিপোর্ট লেখা পর্যন্ত লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে রাখা ছিল।