বিশেষ প্রতিনিধি:
মাদারীপুরে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী বীর পুলিশ সদস্যগণকে বিনম্র শ্রদ্ধায় স্মরণের মধ্য দিয়ে পালিত হলো পুলিশ মেমোরিয়াল ডে-২০২৩। বুধবার
(১-মার্চ ২০২৩) দুপুরে পুলিশ লাইনস্ মাঠে পুলিশ মেমোরিয়াল ডে উপলক্ষে জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের স্মরণে নির্মিত স্মৃতিস্তম্ভে পুস্পস্তবক অর্পন করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম , ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, মাদারীপুর এর কমান্ডেন্ট(পুলিশ সুপার) জনাব মো:শফিকুল ইসলাম মহোদয় সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। পুস্পস্তবক অর্পন শেষে পুলিশ লাইন্স ড্রিলশেডে কর্তব্যরত অবস্থায় জীবন উৎসর্গকারী পুলিশ সদস্যগণদের স্মরণে ০১ মিনিট নিরিবতা পালন, সম্মাননা প্রদান ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মাদারীপুর জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব মো: মাসুদ আলম, বিপিএম (বার), পিপিএম, অবস্থায় জীবন উৎসর্গকারী ১২ জন পুলিশ সদস্যের পরিবারবর্গকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। পরে তাদের হাতে উপহারসামগ্রী তুলে দেন। অনুষ্ঠানে এ সময় উপস্থিত ছিলেন মাদারীপুরের ইনসার্ভিস কমাড্যান্ট পুলিশ সুপার মো. শফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান ফকির, সিআইডি’র অতিরিক্ত বিশেষ পুলিশ সুপার মোস্তফা মঞ্জুর মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার আলাউল হাসান (সদর সার্কেল), সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান (শিবচর সার্কেল)সহ অনেকেই।