মোঃমনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
ঐক্য সম্প্রীতি ও সহযোগিতা’’ এ স্লোগানকে সামনে রেখে পটুয়াখালীর কলাপাড়ায় এস.এস সি ব্যাচ ভিত্তিক এস এস সি ১৯৯২ অ্যালামনাই এসোসিয়েশন (বাঁধনে-৯২) নামের নতুন একটি অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠনের আত্মপ্রকাশ ঘটেছে। এই সংগঠনের কমিটিতে এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ
সাংগঠনিক সম্পাদক
কেন্দ্রিয় যুবলীগের কার্যনির্বাহী কমিটি কে
আহবায়ক করা হয়েছে। এছাড়া সিনিয়র যুগ্ম আহবায়ক হিসেবে মোঃ শাহসুজা উদ্দিন প্রধান শিক্ষক,
রহমতপুর প্রাথমিক বিদ্যালয়
ও রুবেল গার্মেন্টস এর স্বত্বাধিকারী মোঃ শোয়েবকে সদস্য সচিব করে ৮১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।গত শুক্রবার ১০ মার্চ পায়রা বন্দরে এস.এস.সি-১৯৯২ ব্যাচের লিভ টুগেদারের মাধ্যমে এ সংগঠনের আত্মপ্রকাশ হয়।
নবগঠিত কমিটির আহবায়ক কেন্দ্রিয় যুবলীগের সাংগঠনিক সম্পাদক এ্যাড. ড. শামীম আল সাইফুল সোহাগ বলেন, উপস্থিত সকল বন্ধু আমাকে অত্যন্ত বিশ্বস্ততা ও গুরুত্বের সঙ্গে এই সংগঠনের গুরুদায়িত্ব আমাকে অর্পণ করেন।আমি আমার সবটুকু ভালোবাসা ও শ্রম দিয়ে এ সংগঠন কলাপাড়া উপজেলার সর্ব বৃহৎ সংগঠনে পরিণত করতে চাই। তা-ই আমি সকল সদস্যদের মধ্যে একতা, সম্প্রীতি ও একে অপরকে সহযোগীতা করার মাধ্যমে স্বাবলম্বি করে তোলাই আমাদের সকলের মূল লক্ষ ও উদ্দেশ্য । এছাড়া এ সংগঠনের মাধ্যমে আমরা দেশ ও জাতির মঙ্গল কামনায় অবদান রাখতে চাই। আমরা বিশ্বাস করি দশের লাঠি একের বোঝা। তাই সংগঠনের সবাই মিলে কাঁধে কাঁধ রেখে অসহায় মানুষদের সহযোগীতা করে যেতে চাই।