মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি:
গত কাল ১৬ মার্চ উৎসব মুখর পরিবেশে পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ৫ ইউনিয়নে ইউনিয়ন পরিষদ নির্বাচনের ভোট গ্রহন সকাল ৮:৩০ মিনিটে শুরু হয় এবং শেষ হয় ৪:৩০ মিনিটে। ইভিএম এর মাধ্যমে শুরু হয় এ ভোট গ্রহন, তবে সকাল থেকে ভোট কেন্দ্রগুলোতে নারী ভোটারদের সরব উপস্থিতি লক্ষ করা গেছে। যেকোন ধরনের অপৃতিকর ঘটনা এড়াতে ৪৫ টি ওয়ার্ডের ৪৫ টি কেন্দ্রে ৮ জন ম্যাজিষ্ট্রেট, প্রতিটি কেন্দ্রে ৬ জন করে পুলিশ সদস্য ও ১৭ জন আনসার সদস্য ছিলো। এছাড়া মাঠে র্যাব, বিজিবি, কোষ্টগার্ড ও পুলিশের ১৫ টি মোবাইল টিম মোতায়েন করা হয়েছিল।
নির্বাচনে ৬১ হাজার ১ শ‘ ৪৯ জন ভোটারের বিপরীতে ২০ জন চেয়ারম্যান পদে, ১শ‘ ৪৬ জন সাধারন সদস্য পদে ও ৪৯ জন সংরক্ষিত নারী সদস্য পদে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
বালিয়াতলি ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী মোঃ রুহুল আমিন (সতন্ত্র) আনারস প্রতীকে ১২৫৭ ভোট পেয়েছেন,হাফেজ মোঃ সালাউদ্দিন হাতপাখা প্রতীক নিয়ে ১৯৪৩ ভোট, মোঃ নুরুল কবির ঝুনু (সতন্ত্র) ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৩৮০২ ভোট এবং নৌকা প্রীতিক নিয়ে এবিএম হুমায়ুন কবির ৪৬৪৮ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার চম্পা পুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে মোঃ শওকতুর রহমান শামীম (সতন্ত্র) ঘোড়া প্রতিক নিয়ে পেয়েছেন ৯২৬ ভোট, মোঃ কামাল হোসেন মৃধা (সতন্ত্র) চশমা প্রতীক নিয়ে পেয়েছেন ১২৫০ ভোট, নৌকা প্রীতিকে রিন্টু তালুকদার পেয়েছেন ২২৭৩ ভোট, মোঃ ইমরান আলী সুমন তালুকদার হাতপাখা প্রতীক নিয়ে পেয়েছেন ২৫৮৫ ভোট এবং মোঃ মাহবুবুল আলম( বাবুল মাষ্টার) সতন্ত্র প্রার্থী আনারস প্রতীক নিয়ে ৩২১৯ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়ন পরিষদ নির্বাচনে এস এম ওয়ালি উল্লাহ (সতন্ত্র) ঘোড়া প্রতীক নিয়ে পেয়েছেন ১৪৪৫ ভোট,অধ্যাপক মোঃ দেলওয়ার হোসেন শিকদার নৌকা প্রীতিক নিয়ে ভোট পেয়েছেন ২৯৪৫ ভোট এবং মোঃ হেদায়েত উল্লাহ হাতপাখা প্রতীকে ৩১৯৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার ধানখালী ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হিসেবে মোঃ হেমায়েত উদ্দিন (সতন্ত্র) মটর সাইকেল প্রতীক নিয়ে ৬১ ভোট পেয়েছেন,গাজী মোঃ রাইসুল ইসলাম রাজীব আনারস প্রতীক নিয়ে পেয়েছেন ১৩২৯ ভোট। মোঃ নুর হোসেন খান হাতপাখা প্রতীক নিয়ে ভোট পেয়েছেন ২২৪৯ ভোট। মোঃ রিয়াজ উদ্দিন তালুকদার (সতন্ত্র) ঘোড়া প্রতিক নিয়ে ২৩১৩ ভোট। এবং মোঃ শাহাজাদা পারভেজ টিনু মৃধা নৌকা প্রীতিকে ৫৫৫১ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
উপজেলার মিঠাগঞ্জ ইউনিয়নে মোঃ রফিকুল ইসলাম (সতন্ত্র)ঘোড়া প্রতিকে ৩৮০ ভোট পেয়েছেন,নৌকা প্রতীক নিয়ে কাজী মোঃ হেমায়েত উদ্দিন হিরন পেয়েছেন ৩৩৮৫ ভোট এবং মোঃ মেসবাহউদ্দিন দুলাল খান হাতপাখা প্রতীক নিয়ে ৪৩৬২ ভোট পেয়ে বেসরকারি ভাবে চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন।
নির্বাচন পরবর্তী সময়
রিপোর্ট লেখা পর্যন্ত কোথাও কোন অপ্রতিকার ঘটনা ঘটেনি।