মোঃ মনিরুজ্জামান তালুকদার
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি
কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়নের
১৬ নং লালুয়া বোর্ড সঃপ্রাঃবিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান জমকালো আয়োজনের মাধ্যমে গতকাল ২২ মার্চ বুধবার অনুষ্ঠিত হয়। এ বর্ণাট্য অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জনাব শওকত হোসেন তপন বিশ্বাস। এবং অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ শহিদুল ইসলাম তালুকদার, সভাপতি, লালুয়া বোর্ড সঃপ্রাঃ বিদ্যালয়। সকাল ৯টায় শান্তির পায়রা, রঙ্গিন বেলুন আকাশে উড়িয়ে এবং জাতীয় ও ক্রীড়া পতাকা উত্তোলনের মাধ্যমে অত্র বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদ্বোধন করেন।এসময় বিদ্যালয়ের সভাপতি মোঃ শহিদুল ইসলাম তালুকদার তাঁর সমাগত বক্তব্যে বলেন, সুস্থ দেহ, সুস্থ মন ও সুঠম দেহ গঠনে ক্রীড়ার বিকল্প নাই। এছাড়াও শিক্ষার্থীদের স্কুলে যাতায়াতের জন্য যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে কাঁচা সড়ক মেরামত,ও বিদ্যালয়ে ছাত্র ছাত্রী উপস্থিতি এবং লেখাপড়ার মানোন্নয়নে অভিভাবকদের সচেতন হতে বলেছেন।এবং আগামীতে আরও সুন্দর ও দুইদিন ব্যাপী করা হবে, তাই একলা বাসী সহ সকল অভিভাবক বৃন্দের সহযোগিতা চেয়েছেন। এরপর তিনি শিক্ষার্থীদের কুচকাওয়াজ পরিদর্শন ও প্যারেড মে থেকে ছালাম গ্রহণ করেন।
বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ তারিকুল ইসলাম তারিখ খান। লালুয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃফোরকান উদ্দিন প্যাদা। আঃ লতিফ মৃধা,প্রধান শিক্ষক, উত্তর লালুয়া ইউ সি মাধ্যমিক বিদ্যালয়। মোঃ মজিবুর রহমান, প্রধান শিক্ষক আইয়ুম পাড়া সঃপ্রাঃ বিঃ। মোঃ শাহাবুদ্দিন তালুকদার, প্রধান শিক্ষক, চর নিশান বাড়িয়া সঃপ্রাঃ বি। মোঃ জামাল উদ্দিন মৃধা,প্রধান শিক্ষক নিশান বাড়িয়া মাছুয়াখালি সঃপ্রাঃবিঃ। মোঃ শওকত হোসেন তালুকদার, সাবেক সভাপতি, লালুয়া বোর্ড সঃপ্রাঃ বি। মোঃ নাজমুল হুদা তালুকদার,অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য।আরও উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক-শিক্ষিকা,ও স্থানীয় বিশিষ্টজনেরা এবং অবিভাবক বৃন্দ।
সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে সমাপনী বক্তব্যে বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মোঃ শহিদুল ইসলাম তালুকদার শিক্ষক-শিক্ষিকাদের উদ্দেশ্যে বলেন, শিক্ষার্থীদের পড়াশুনার মানোন্নয়নে শিক্ষকদের আরো যত্নবান ও পরিশ্রমী হতে হবে। পাশাপাশি ক্রীড়ার মান উন্নয়নে নজর দেয়ার আহবান জানান। অনুষ্ঠান টি সঞ্চালনায় ও সার্বিক সহযোগিতায় ছিলেন
অত্র বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সদস্য ও দৈনিক আজকের সংগ্রাম পত্রিকার
কলাপাড়া উপজেলা প্রতিনিধি। মোঃ মনিরুজ্জামান তালুকদার।