মো:মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধি:
মাননীয় পুলিশ সুপার ফরিদপুর মহাদয়ের এর দিকনির্দেশনায়, ও অফিসার ইনচার্জ ডিবি ফরিদপুর এর নেতৃত্বে,
ডিবির একটি চৌকস টিম অভিযান পরিচালনা করে, ২৭,০৩,২০২৩ আনুমানিক ১০,০০ ঘটিকার সময়ে
কোতয়ালী থানাধীন কেশবনগর সাকিনস্হ,
জনৈক সিরাজ মোল্লার পুকুর পাড় হইতে,আসামি মোঃ নুরুল ইসলাম মোল্লা (৫৫) পিতা মৃত জব্বার মোল্লা, মাতা নুরজাহান বেগম,সাং কেশবনগর থানা কোতয়ালী জেলা ফরিদপুর!
আসামির মামা নুরুল ইসলাম মোল্লা কে (২০০০পিচ) ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করেন।
উক্ত বিষয়ে এস আই হাফিজুর রহমান আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করেন!