আকাশ চৌধুরী
আজ ২৮ মার্চ ৩০২৩ ইং- শিবালয়ে অভিযোগ প্রতিকার ব্যবস্থা বিষয়ক সেনসিটাইজেশন সভা শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয় অনুষ্ঠিত হয়।
শিবালয় উপজেলা প্রশাসন ও মানিকগঞ্জ ওয়েভ ফাউন্ডেশন আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্থানীয় সরকার উপ-পরিচালক মুহাম্মদ শফিকুল ইসলাম।
অনুষ্ঠানে অভিযোগ প্রতিকার ব্যবস্থা-জিআরএস কী, এর রেজিস্ট্রেশন এবং অনলাইন লগইন করতে হয়, কীভাবে কমপ্লেন সাবমিন করতে হয় এ বিষয়ে দিন ব্যাপী সেনসিটাইজেশন সভা অনুষ্ঠিত হয়। এতে, শিবালয় উপজেলার সরকারী কর্মকর্তাবৃন্দ ও লোকমোর্চার নির্ধারিত সদস্যবৃন্দ অংশ নেন।
শিবালয় উপজেলা নির্বাহী অফিসার মোঃ জাহিদুর রহমান জানান, অভিযোগ প্রতিকার ব্যবস্থা-জিআরএস বিষয়ে সকল কর্মকর্তা ও নাগরিকদের সচেতন করতে হবে। সকল নাগরিক যেন দ্রুততম সময়ে সরকারী সকল সেবা পেতে পারেন তার সু ব্যবস্থা করতে হবে।