নিজস্ব প্রতিনিধি:
ঢাকা থেকে চুনা পাথর বোঝাই করা ডিস্ট্রিক্টক ট্রাক, ফরিদপুরের মাঝকান্দির ভেতর দিয়ে বোয়ালমারী হয়ে, গোপালগঞ্জের কাশিয়ানী বেলতলা নূর সিকদারের মোড়ে এসে একটি দুর্ঘটনার স্বীকার হয়।
গতকাল আনুমানিক বেলা ১২,৩০, মিনিটে এই দুর্ঘটনা ঘটে।
মনো সিকদার নামে এক বৃদ্ধ, একটি বাচ্চা কে সাথে নিয়ে অটো ভ্যান চালিয়ে বাজারমুখী যাওয়ার পথে, পার্শ্ব রাস্তা দিয়ে হাইওয়েতে ওঠার সাথে সাথে ট্রাকটিকে দেখে অটো ভ্যানটিকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। কিন্তু নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যান চালক মনো সিকদার
ভ্যান থেকে ছিটকে পরে ট্রাকের পিছনের চাকায় দুটি পা রোডের সাথে পিষ্ট হয়ে যায়, এবং প্রচুর রক্তক্ষরণ হতে থাকে।
তাকে কাশিয়ানী ১০০, শয্যা, বিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়ার পরে দুপুর ২,টা ২০, মিনিটের সময় ভ্যান চালক মনো মিয়ার মৃত্যু হয়।
মৃত্যুর সময় তার বয়স ৫০, বছরের উপরে বলে ধারনা করা হয়েছে।
পুলিশের সহায়তায় ট্রাকটিকে আটক করে নিয়ে কাশিয়ানী থানার হেফাজতে রাখা হযেছে।