শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার কমিটি অনুমোদন গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুতে পুড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, বিচ্ছিন্ন হয়ে গেছে এক হাত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গণভবন হবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। গণ-অভ্যুত্থানের এক মাস পূর্তিতে ড. ইউনূসের বার্তা যৌনকর্মীদের ওপর নির্যাতন বন্ধে ১০ দফা দাবি। সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গিকারাবদ্ধ : আইজিপি পায়রা জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিবেন – ডঃ ইউনূস

বাংলাদেশ জাতীয় সংসদের সুবর্ণ জয়ন্তী উদযাপন।

  • আপডেট সময় : সোমবার, ১০ এপ্রিল, ২০২৩
  • ১৩৬ বার পঠিত

মোঃ মিন্টু শেখ

গণতান্ত্রিক সংসদনেতা ও বঙ্গবন্ধু কন্যা, জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা,আজ সোমবার (১০ এপ্রিল) বাংলাদেশ জাতীয় সংসদের ৫০, বছর, পূর্তিতে, সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে ২২,তম, বিশেষ, অধিবেশনে সমাপনী, বক্তব্য রাখেন। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু ও দেশের মানুষের শত্রু।এরা এই দেশে কখনও,স্হিতিশীলতা থাকতে দিতে চাই না। সোমবার ১০ এপ্রিল, দুপুরে জাতীয় সংসদে , তিনি এ কথা মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, গণতন্ত্রকে বাদ দিয়ে, এখানে এমন একটি, সরকার আনতে চাচ্ছে। তাদের গণতান্ত্রিক কোনো অস্তিত্বই,থাকবে না, অগণতান্ত্রিক ধারা, একটি ৭, বছরের শিশুর, হাতে,দশ টাকা ধরিয়ে দিয়ে, তার মুখ থেকে,ভাত মাছ,মাংসের স্বাধীনতা চাই, বলিয়ে সেটি রেকর্ড করে প্রচার করা। স্বনামধন্য একটি পত্রিকা, খুবই জনপ্রিয়। নাম তার প্রথম আলো। কিন্তু বাস করে অন্ধকারে। প্রথম আলো আওয়ামী লীগের শত্রু, গণতন্ত্রের শত্রুও দেশের মানুষের শত্রু। এরা এই দেশে কখনও, স্হিতিশীলতা থাকতে দিতে চাই না। তিনি আরো বলেন,২০০৭ সালে,যখন জরুরি অবস্থা জারি করা হয়। তখন তারা উৎফুল্ল। দুটি পত্রিকা আদাজল খেয়ে নেমে গেল,বাহাবা কুড়ালো,আর তার সঙ্গে রয়েছে, একজন সুদখোর,যিনি আমেরিকার, বড়ই প্রিয়। আমেরিকা একবারও জিজ্ঞাস করে না যে, গ্রামীণ ব্যাংকের এমডি, যিনি সরকারি বেতন তুলতো।কোথা থেকে তিনি মিলিয়ন মিলিয়ন ডলার,পেলেন যে, আমেরিকর মত যায়গায়, সামাজিক ব্যাবসা করেন, বিনিয়োগ করেন দেশে- বিদেশে। এই অর্থ কোথা থেকে আসে,এটা কি কখনো তারা জিজ্ঞাস করেছে করেনি।অথচ তাদের কাছে দুর্নীতির কথা, মানবতার কথা শুনতে হয়।যারা গরিবের রক্তচোষা, টাকা বিদেশে পাচার করে,নিজেরা বিনিয়োগ করে, শতকোটি টাকার মালিক, হয়ে আবার আন্তর্জাতিক পুরস্কারও পেয়ে যায়। এইসব লোক এদেশের গণতন্ত্রকে ধ্বংস করার চেষ্টা করে।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park