বিশেষ প্রতিনিধিঃ
পিরোজপুরের বঙ্গমাতা সেতু সড়কে রড বোঝাই একটি টমটম নিয়ন্ত্রণ হারিয়ে জাহিদুল ইসলাম জাহিদ নামের এক টমটম চালক নিহত হয়েছে।
আজ রোববার দুপুরে পিরোজপুর-বরিশাল সড়কের বঙ্গমাতা সেতুর পিরোজপুর অংশের সেতু সংযোগ সড়কে এ ঘটনা ঘটে।
নিহত জাহিদুল ইসলাম জাহিদ (২৭) পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুরের এলাকার সিরাজুল ইসলামের পুত্র।
এসময় টমটমে থাকা অপর তিন শ্রমিক সজিব মাঝি, লিটন খাঁ ও গৌরভ দাস গুরুতর আহত হয়।তাদের সকলের বাড়ী পিরোজপুর সদর উপজেলার দক্ষিণ রানীপুর এলাকায়।