নিজস্ব প্রতিনিধি:
পেশায় ছাত্র হলেও তার হৃদয়ে রয়েছে বাজপাখির প্রতি অপরিসীম ভালবাসা। তাইতো আহত বাজপাখিদের সুস্থ করার দায়িত্ব নিয়েছেন তিনি। বাজপাখির প্রতি তার এই ভালোবাসার ফলে রোমান ছৈয়াল থেকে সবার কাছে হয়ে গেছেন বাজপাখি রোমান। পেয়েছেন প্রাণী সম্পদ প্রদর্শনী শুভেচ্ছা স্মারক।
রোমান জানান, কয়েকমাস আগে একটি অসুস্থ বাজপাখিকে সুস্থ করার দায়িত্ব নেন তিনি। তখন নিছক দায়িত্ববোধ থেকেই পাখিটিকে সুস্থ করার লক্ষ্যে কাজ করেন তিনি। পিতা-মাতার মমতা দিয়ে অসুস্থ্য পাখিটিকে সুস্থও করার চেষ্টা করেন। কিছুটা সুস্থ হলে পাখিটির নাম দেন বাহাদুর। বাহাদুরের প্রতি তার এই ভালোবাসা দেখে গ্রামের লোক এবং তার বন্ধুরা তাকে এখন বাজপাখি রোমান নামে ডাকেন।
বাজপাখি রোমানের বাড়ি শরীয়তপুর জেলার জাজিরা উপজেলার মূলনা ইউনিয়নে। এবং জাজিরা বিশ্ববিদ্যালয় কলেজ শাখা ছাত্রলীগের সহসভাপতি ও বাংলাদেশ আনসার ভিডিপি’র জাজিরা পৌরসভার ৮-নং ওয়ার্ড সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন তিনি।
রোমান জানান, বর্তমানে তিনি আরও একটি অসুস্থ বাজপাখির দায়িত্ব নিয়েছেন। আগের বাজপাখিটি এখন সুস্থ। বিষয়টি ফেইসবুক সহ বিভিন্ন গণমাধ্যমে প্রচার হয়। এরমধ্যে গত ১৩-এপ্রিল রাতে নড়িয়ার রাজনগর থেকে ওসমান নামে একজন তাকে ফোন করে আরও একটি অসুস্থ বাজপাখির সন্ধান দেয়। রাতেই ছুটে যান বাজপাখির সন্ধানে। পরেরদিন অসুস্থ বাজপাখির চিকিৎসারর জন্য চিকিৎসকের কাছে যান। চিকিৎসা পেয়ে পাখিটি এখন কিছুটা সুস্থ বলে জানান রোমান। ভবিষ্যতেও অসুস্থ পাখিদের সেবায় নিজেকে নিয়োজিত রাখবেন বলে জানান এই পাখিপ্রেমী।
এদিকে পাখির প্রতি রোমানের ভালোবাসার স্বীকৃতি স্বরুপ বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে অতিথি হিসেবে নিমন্ত্রণ পান তিনি। প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় আনুষ্ঠানিক ভাবে তাকে শুভেচ্ছা স্মারকও দেয়া হয়েছে। আর এসব কাজে গ্রামের লোকজনের পাশাপাশি বন্ধু এবং পরিবার থেকেও পান উৎসাহ বলে জানান রোমান। রোমান বলেন, পাখিরা প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষা করে। তাই আমাদের সবাইকে পাখিদের সেবায় এগিয়ে আসা উচিৎ।