মো: মিন্টু শেখঃ
গত ২৪/০৪/২০২৩ খ্রি তরিখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের মহামান্য রাষ্ট্রপতি হিসেবে জনাব মো: শাহাবুদ্দিন বঙ্গভবনে শপথ গ্রহন করেন। তিনি পাবনা জেলার কৃতি সন্তান।দেশের ইতিহাসে ২৪ তম রাষ্ট্রপতি হিসেবে তিনি দায়িত্ব পালন করবেন। নতুন রাষ্ট্রপতি হিসেবে যোগদান উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতি আজ দুপুর ১২.১৫ ঘটিকায় গোপালগঞ্জ জেলার টুঙ্গিপাড়াস্থ জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পন করেন। মহামান্যের আগমন উপলক্ষে জেলা পুলিশ, গোপালগঞ্জের পক্ষ হতে তাকে ফুল দিয়ে অভ্যর্থনা জ্ঞাপন করেন গোপালগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার জনাব আয়েশা সিদ্দিকা, বিপিএম, পিপিএম। এসময় ঢাকা রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব সৈয়দ নূরুল ইসলাম, বিপিএম(বার), পিপিএম মহোদয় এবং গোপালগঞ্জ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।জাতির পিতার সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ শেষে মহামান্য রাষ্ট্রপতি দেশ ও জাতির কল্যানার্থে আয়োজিত মোনাজাতে অংশগ্রহন করেন।পরবর্তীতে টুঙ্গিপাড়াস্থ মাননীয় প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে আয়োজিত এক মধ্যাহ্নভোজে মহামান্য রাষ্ট্রপতি অংশগ্রহণ করেন। বেলা ৩.৩০ ঘটিকায় বঙ্গভবনের উদ্দেশ্য তিনি যাত্রা করেন এবং তার সংক্ষিপ্ত সফর শেষ করেন।