মোঃ হেলাল উদ্দিন স্টাফ রিপোর্টার :
মহান মে দিবস উপলক্ষে ১ মে রবিবার সকালে কাপাসিয়া উপজেলা শহরে রং মিস্ত্রি
শ্রমিক ইউনিয়ন বর্ণ্যাঢ্য র্যালি ও আলোচনা সভা করেছে।
সংগঠনের উপজেলার কলেজ রোড কার্যালয়ের সামনে থেকে শহীদ তাজউদ্দীন আহমদ চত্বর ঘুরে উপজেলা শহর প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা চত্বরে এসে শেষ হয়।
উপজেলার বিভিন্ন অঞ্চল থেকে কৃষক, শ্রমিক, ক্ষেতমজুর, মেহনতি মানুষ মাথায় লাল কাপড় বেঁধে র্যালিতে অংশ গ্রহন করে।
স্লোগানে মুখরিত শ্রমিকেরা তাঁদের ন্যায্য অধিকার আদায়ের দাবি নিয়ে বিক্ষোভ
মিছিল করে।
রং মিস্ত্রি শ্রমিক ইউনিয়ন উপজেলা সভাপতি রফিকুল ইসলাম সেলিম এর সভাপতিত্বে সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, উদীচী উপজেলা সভাপতি নুরুল আমীন সিকদার, সাধারণ সম্পাদক মতিউর রহমান, কৃষক নেতা মাতাবর রহমান, এম এ খালেক, আবুল কাশেম প্রমুখসহ অর্ধশত শ্রমিক র্যালিতে অংশগ্রহন করে।
পরে শ্রমিক ইউনিয়ন কার্যালয়ে সভা অনুষ্ঠিত হয়।
সভায় নুরুল আমীন সিকদার বলেন, প্রত্যেক শ্রমিক তাঁর নিজের জীবন,সংসার নিয়ে আরো সচেতন হতে হবে। তিনি বলেন, আন্দোলন ছাড়া কোনো কিছুই বাগিয়ে আনা যায় না। ন্যায্য দাবি আদায়ে সব সময় আন্দোলন সংগ্রাম করতেবাংলাদেশের এবারের মে দিবসের প্রতিপাদ্য বিষয় নির্ধারণ করাহয়েছে,’’শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’’।
অপর দিকে গাজীপুর আন্ত জেলা শ্রমিক ইউনিয়ন এর উদ্যোগে উপজেলা শহরে এক বিশাল র্যালি ও আলোচনা সভা হয়। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার এ কে এম গোলাম মোর্শেদ খাঁন, কাপাসিয়া থানার অফিসার ইনচার্জ এ কে এম লুৎফুল কবীর, উপজেলা আওয়ামীলীগ সভাপতি অ্যাড. মাজহারুল ইসলাম সাধারণ সম্পাদক মিজানুর রহমান প্রধান, ইউপি চেয়ারম্যান সাখাওয়াত হোসেন, শ্রমিক ইউনিয়ন সভাপতি আশরাফুল আলম বাবলু, সাধারণ সম্পাদক জুয়েল ফকির প্রমুখ।
এছাড়া কাপাসিয়া উপজেলা টেম্পো সিএনজি মালিক সমিতির সভাপতি বেলায়েত হোসেন প্রধান , সাধারণ সম্পাদক মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি র্যালি বের হয়।