বিশেষ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার মটর শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠন ,কোচ ও মাইক্রোবাস ,মিনিবাস, ট্যাংক লরি, ইউনিয়নের সকল নেতাকর্মী ও শ্রমিক বৃন্দ রা র্যালি বিসিক বাসস্ট্যান্ড থেকে শুরু হয়ে শাহজাদপুর শহরের বিশেষ বিশেষ সড়ক প্রদক্ষিণ করে বিসিক বাসস্ট্যান্ডে সংক্ষিপ্ত বক্তব্য রেখে সমাপ্তি করেন ।
এসময় উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলার মটর শ্রমিকের সাবেক সভাপতি ও সাবেক মেয়র জনাব মোঃ নজরুল ইসলাম ,মোঃ মোক্তার হোসেন সাধারণ সম্পাদক ,মোঃ জাহিদুল ইসলাম সহ সভাপতি, মোঃ আল মাহমামুদ প্রাং তাত শ্রমিক ও কাউন্সিলর শাহজাদপুর পৌরসভা এবং মটর শ্রমিক ও শ্রমিক ইউনিয়নের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ও শ্রমিক বৃন্দ ।
এ সময় উপস্থিত নেতাকর্মীরা বলেন , পহেলা মে সারা বিশ্বে শ্রমিক ও মেহনতি মানুষের সংগ্রামের দিন। বিশ্বের শ্রমজীবী মানুষের সঙ্গে আন্তর্জাতিক সংহতি প্রকাশের দিন এটি। মাঠে-ঘাটে, কলকারখানায় খেটে খাওয়া শ্রমজীবী মানুষের অধিকার আদায়ে রক্তঝরা সংগ্রামের গৌরবময় ইতিহাস সৃষ্টির দিন। দীর্ঘ বঞ্চনা আর শোষণ থেকে মুক্তি পেতে ১৮৮৬ সালের এদিন বুকের রক্ত ঝরিয়েছিলেন শ্রমিকরা।
তাই এর বিরুদ্ধেও শ্রমিকশ্রেণিকে সচেতন হতে হবে। শোষণ উচ্ছেদ কেবলমাত্র শ্রমিক শ্রেণিকে মজুরি দাসত্ব থেকে মুক্ত করবে না, সমাজের অন্যান্য নিপীড়িত শ্রমজীবী মানুষকেও শোষণ-বঞ্চনা থেকে মুক্ত করবে।