মোঃ হেলাল উদ্দিন :স্টাফ রিপোর্টার
প্রখর রোদে পুড়ে একাধিক হতদরিদ্র কৃষকের ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয় কাপাসিয়া ছাত্রলীগ। ৩ মে বুধবার দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এ মহতী উদ্যোগ নিতে দেখা গেছে।
ওই নেতৃবৃন্দ উপজেলার ঘাগটিয়া ইউনিয়নের খিটাটি গ্রামের নজরুল ইসলাম এর এক বিঘা ও তরগাঁও ইউনিয়নের মৈশর গ্রামের মিনারা বেগমের এক বিঘা জমির ধান কেটে দেয়।
নজরুল ইসলামের পরিবার জানায়, এক বিঘা জমি থেকে ধান কেটে ঘরে তুলতে এখন ১০ হাজার টাকা খরচ হয়। কাপাসিয়ায় বর্তমানে এক রোজ কাজের লোক নিলে এক হাজার টাকা দিতে হয়। মিনারা বেগম বলেন, এমন খড়ায় কেও আসতে চায়না কাজ করতে। হেরা কোনো টাকা পয়সা ছাড়াই আমার ধান কেটে দিছে। আমার খুব উপকার হইছে।
পকুর পাড়ে দাড়িয়ে থাকা নারীদের মুখে বলাবলি করতে শোনা গেছে, দেখেন কি সুন্দর কাজ করতাছে আওয়ামীলীগের পোলাপাইন। বাড়ীতে আইসা ধান কাইটা দিতাছে।
উপজেলার ছাত্রলীগ সভাপতি মাহমুদুল হাসান মামুন জানায়, অতিরিক্ত খড়া ও শ্রমিক সংকটে কৃষকের এই দু সময়ে উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক আমীর হামজা, কাপাসিয়া ডিগ্রি কলেজ ছাত্রলীগ সভাপতি রায়হান সিকদার সৈকত, ছাত্রলীগ নেতা ফয়সাল মাঝি, মাসুম শেখ, রবিন মোল্লা, সাইফুল ইসলাম, শিশির, হাবীবুর, মোস্তফাসহ দুই দলে ৬০ জন নেতা ধান কাটায় অংশগ্রহন করেন। মামুন আরো জানায়, মাসব্যাপি ধান কাটার এ কর্মসূচী চলবে।
উল্লেখ. প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে স্থানীয় সংসদ সদস্য রিমিন হোসের রিমি এমপির উদ্যোগে ছাত্রলীগ নেতৃবৃন্দ মাঠে নেমেছেন বলে জানা যায়।