মো: মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধি:
মাননীয় পুলিশ সুপার, ফরিদপুর মহোদয়ের দিক নির্দেশনায় ও অফিসার-ইনচার্জ, কোতয়ালী জোন ডিবি, ফরিদপুর এর নেতৃত্বে ডিবির একটি চৌকস টিম মধুখালী থানা এলাকায় অভিযান পরিচালনা করে ইং ০৪/০৫/২০২৩ খ্রিঃ তারিখ ২২.৫০ ঘটিকার সময় মধুখালী থানাধীন বনমালিদিয়া সাকিনস্থ সাব-রেজিষ্টার অফিসের মেইন গেটের সামনে হইতে আসামী ১) মোঃ সজিব খন্দকার(৩৫), পিতা-মোঃ সালাম খন্দকার, সাং-বেঙ্গশ্বরদী, থানা-বোয়ালমারী, ০২) মোঃ আরমান শেখ(৩২), পিতা-রাজু শেখ, সাং-নওপাড়া (কোরানিয়ারচর), থানা-মধুখালী, ০৩) মোঃ নাছির খান(৩৫), পিতা-মৃত সামচেল খান, সাং-বেঙ্গশ্বরদী, থানা-বোয়ালমারী, ০৪) মোঃ আলী আকবর ফকির(৫০), পিতা-মৃত পাচু ফকির, সাং-বনমালিদিয়া, থানা-মধুখালী, সর্ব জেলা-ফরিদপুরদের কে ৪০০ (চার শত) পিস ইয়াবা ট্যাবলেট সহ ধৃত করেন। উক্ত বিষয়ে এসআই/ ইলিয়াছ খান আসামীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.