এইচএম বাশার
ইন্দুরকানী(পিরোজপুর) প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে সড়ক র্দুঘটনায় জাকির হোসেন নামের ২০ বছরের এক যুবক নিহত হয়েছেন। ৬ মে শনিবার সকাল ১০টার দিকে উপজেলার কলারণ বটতলা সুধীরের দোকানের নিকট ইট বোজাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে।
এ সময় জাকারিয়া হোসেন ট্রলির নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে উল্টে পড়ে
লরির নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় জাকারিয়া। পরে স্বজনেরা তাকে উদ্ধার করে পিরোজপুর জেলা হাসপাতা নেয়ার পথে তার মৃতু হয়।
উল্লেখ্য জাকির হোসেন উপজেলার চন্ডিপুর ইউনিয়নের চর বলেশ্বর গ্রামের আওয়ামীলীগ সাধারণ সম্পাদক আবু তালেব আবুর ছেলে জাকির পেশায় ট্রলি(টমটম) এর চালক ছিল। স্থানীয়রা জানান ইটভাটা থেকে ট্রলি করে ইট বোঝাই দিয়ে যাওয়ার সময় গাড়িটি অতিরিক্ত বোঝাই থাকার দরুন উল্টে চালক নিজেই চাপা পড়েন র্দুঘটনার শিকার হন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ইন্দুরকানী থানার ওসি মো: এনামুল হক জানান, লাশ ময়নাতদন্তে জন্য মর্গে পাঠানো হয়েছে। লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।