মোঃ সোহানুর রহমান
মাদারীপুর প্রতিনিধি:
উন্নয়ন,অগ্রগতি ও সাম্প্রদায়িকতা মুক্ত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষ্যে।
বুধবার (১০-ই মে) মাদারীপুর সদরের কালিকাপুর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এক জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক আ,ফ,ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, গণতন্ত্রের উপর যারা আঘাত করবে, তাদের গলা চেপে ধরতে হবে। জঙ্গিবাদের কোন সুযোগ বাংলাদেশে নেই। খুনি ও লুটকারীদের হাতে দেশ পরিচালনা করার সুযোগ দেয়া যাবে না। কারণ তারা দেশের টাকা বিদেশে পাচার করে আরামে জীবন-যাপন করে। বিএনপি শীর্ষ চোর ও দুর্নীতিবাজ, তাদের নেতা তারেক রহমান বিদেশে বসে ভিডিও কনফারেন্সে মিটিং করে। বিশেষ অতিথি: ছিলেন শাহাবুদ্দিন আহমেদ মোল্লা, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখা। কাজল কৃষ্ণ দে সাধারণ সম্পাদক,বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখা। বক্তব্য রাখেন মোঃ খালিদ হোসেন ইয়াদ মেয়র, যুগ্ম সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ মাদারীপুর জেলা শাখা,মেয়র, মাদারীপুর পৌরসভা। আরো বক্তব্য রাখেন জেলা ও উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন: আলহাজ্ব ওমর ফারুক মোড়ল, সভাপতি বাংলাদেশ আওয়ামী লীগ কালিকাপুর ইউনিয়ন শাখা। সঞ্চালনায় ছিলেন: বীর মুক্তিযোদ্ধা ইউসুফ মোল্লা, সাধারণ সম্পাদক বাংলাদেশ আওয়ামী লীগ কালিকাপুর ইউনিয়ন শাখা।