বিশেষ প্রতিনিধি:
ঢাকার কেরানীগঞ্জে আলাদা ঘটলনায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যক্তিকে বিভিন্ন মেয়াদে সাজা ও অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
রবিবার (২১-ই মে) সকাল ১১ টায় কলাতিয়া বাজারে স্যাকারিনের নামে সুজি বিক্রয় দায়ে ২ জনকে ৫ দিন করে কারাদণ্ড প্রদান করে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোহাম্মদ ফয়সল বিন করিম এর ভ্রাম্যমাণ আদালত। একই দিন দুপুরে বাস্তা ইউনিয়নের বাঘাশুর এলাকায় অবৈধ অ্যালুমিনিয়াম পোড়ানোর অপরাধে কারখানার মালিক মো: সোহেলকে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করে। তাছাড়া বিকেলে চুনকুটিয়া গার্লস হাইস্কুলের সামনে রাব্বি জেনারেল ষ্টোর থেকে এক বস্তা ও এম এস এর আটা উদ্ধার ও অবৈধভাবে সরকারি পণ্য বিক্রির অপরাধে মালিক সারোয়ার জাহানকে ১ মাসের কারাদন্ড প্রদান করে আদালত। এসময় কেরানীগঞ্জ মডেল ও দক্ষিণ থানা পুলিশ আদালতকে সার্বিক সহযোগিতা প্রদান করে।
এব্যাপারে কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ ফয়সল বিন করিম জানান, নিয়মিয় অভিযানে অংশ হিসেবে উপজেলার দুটি থানার তিনটি স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৪ ব্যাক্তিকে সাজা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর বিরুদ্ধে গ্রাহক ও ভুক্তভোগীদের অভিযোগ ছিলো। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।