মিন্টু শেখ
ফরিদপুর প্রতিনিধিঃ
আজ নানা আয়োজনের মাধ্যমে উদযাপিত হলো ভূমিসেবা সপ্তাহ ২০২৩। আজ সকালে জেলা প্রশাসন, ফরিদপুর এর আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় হতে এক বর্ণাঢ্য র্যালি শুরু হয়ে নগরের বিভিন্ন রাস্তা প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়, ফরিদপুর এসে শেষ হয়। র্যালি শেষে জেলা প্রশাসক, ফরিদপুর এর সম্মেলন কক্ষে ভূমি সেবা ২০২৩ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান ও জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোঃ কামরুল আহসান তালুকদার, পিএএ, জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট, ফরিদপুর এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জনাব মোহাম্মাদ ইমদাদ হুসাইন, অতিরিক্ত পুলিশ সুপার, প্রশাসন ও অর্থ, ফরিদপুর। এসময় তিনি বলেন ডিজিটাল ভূমিসেবার মাধ্যমে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা আরো সহজ হবে।
উক্ত সভায় আরো উপস্থিত ছিলেন জনাব ইয়াছিন কবির, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), ফরিদপুর, জনাব মোঃ লিটন আলী, অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব, ফরিদপুর, জনাব বিপুল চন্দ্র দাস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট, ফরিদপুর, আব্দুর রাজ্জাক, চেয়ারম্যান, উপজেলা পরিষদ, ফরিদপুর।