এইচ এম বাশার
ইন্দুরকানী(পিরোজপুর)প্রতিনিধিঃ
পিরোজপুরের ইন্দুরকানীতে বিদ্যুৎ বিদ্যুতস্পৃষ্ট হয়ে ইয়ান খান নামের এক মাদ্রাসার ছাত্রর মৃতু খবর পাওয়া গেছে উপজেলার দক্ষিন ইন্দুরকানীর মীল বাড়ির ছিদ্দিক খান এর বাড়ির সামনে পল্লী বিদ্যুতের ২৪০ বোল্টের তার ছিড়ে পড়ে। সেই বিদ্যুতের ছেড়া তারে হাত দিতে গিয়ে সকালে ইয়ান বিদ্যুতায়িত হয়। পরে তার সাথে থাকা হাফিজুল নামের আরেক যুবক তাকে উদ্ধার করতে গিয়ে তিনি ও বিদ্যুততি হয়ে পরে।
স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে ইন্দুরকানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক ডা:বিশ্বজিৎ পাল তাকে মৃত ঘোষণা করে। ইয়ান নামের এক মাদ্রাসা ছাত্র বিদ্যুতস্পৃষ্ট হয়ে মারা গিয়েছে। ইয়ান খান টগড়া মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্র। তিনি পাড়েরহাটে ইউনিয়নের টগড়ার গ্রামের কামাল খানের ছেলে বলে জানা যায়।
নিহতের মা জানান আমার ছেলে ও হাফিজুল আরো এক ভ্যান চালক সহ সকালে বাড়ি থেকে ডাব ক্রায় করার উদ্দেশ্যে বাহির হয় কিন্তু কিছুক্ষণ আগে খবর পাই আমার ছেলে মারা গিয়েছে
এবিষয়ে ইন্দুরকানী পল্লিবিদ্যুৎ ইনর্চাজ ইমাইল হাওলাদার বলেন আমি খবর পেয়ে সঙ্গে সঙ্গে বিদ্যুৎ লাইন বন্ধ করে দিয়েছি হয়তবা গাছের কাঁচা পাতা বা চিকন কাঁচা ডাল লাইন পরে আগুন লেগে ছিরে গেছে।
বিদ্যুৎ লাইনের দুইপাশে যে পরিমান গাছ পালা রয়েছে তাতে বিদ্যুৎ লাইিন ছিড়েপরা কোন ব্যাপার না। আমরা শত চেষটা করলেও পাবলিক গাছ কাটতে দিতে চায়না। একটু ঝড় বৃষ্ট হলেই গাছপালা পড়ে লাইন বন্ধ হয়ে যায় বড় বড় গাছ পরে ভোগান্তির শেষ থাকেনা।
এ বিষয়ে ইন্দুরকানি থানার ওসি এনামুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।