নিজেস্ব প্রতিনিধি:
শরীয়তপুরের জাজিরায় কেক কেটে আওয়ামিলীগে ৭৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়েছে। বৃহস্পতিবার (২২-জুন) জাজিরা পৌরসভার পুরান বাজার এলাকায় উপজেলা আওয়ামিলীগের দলীয় কার্যালয়ে আনুষ্ঠানিক ভাবে কেক কেটে এ প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।
উপজেলা আওয়ামিলীগের সিনিয়র সহ-সভাপতি জাজিরা পৌরসভার সাবেক মেয়র ইউনুস ব্যাপারির সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিষ্ঠা বার্ষিকীর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক আমিনুল ইসলাম সরদার। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক উপজেলা আওয়ামিলীগের সহ-সভাপতি ডাঃ আলমগীর হোসেন, উপজেলা আওয়ামিলীগের সদস্য সাত্তার বেপারি, সাবেক মেয়র আব্দুল খায়ের ফকির, উপজেলা আওয়ামিলীগের সাংগঠনিক সম্পাদক মোশাররফ বেপারী, কমিশনার ইলিয়াস মাদবর, আলাউদ্দিন সরদার, নড়িয়া সরকারি কলেজের সাবেক ভিপি মাস্টার শাহ জাহান কবির, সালেক মাদবর, সালাম ফকির, সাবেক জেলা পরিষদের সদস্য নাসির খান, সাবেক উপজেলা ছাত্রলীগ সাধারণ সম্পাদক হানিফ মাদবর, সাবেক সেচ্ছাসেবক লীগের যুগ্ন সাধারণ সম্পাদক সাজেুদুল হাসান সালাম সহ উপজেলা আওয়ামিলীগের কয়েকশো নেতাকর্মী।
পরে রাত ১২’টা ১ মিনিটে কেক কেটে আওয়ামিলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়। এসময় প্রধান অতিথির বক্তব্যে রতন সরদার বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সোনার বাংলা গড়তে ও বাংলাদেশের উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিতে হবে। বাংলাদেশ আওয়ামিলীগকে আবারও ক্ষমতায় আনতে হবে। এজন্য দলমত নির্বিশেষে সকল বিভেদ ভুলে আওয়ামিলীগের হাতকে শক্তিশালী করতে হবে। সন্ত্রাসমুক্ত বাংলাদেশ গড়তে ও ডিজিটাল বাংলাদেশকে আরো একধাপ এগিয়ে নিতে আমারা দৃঢ় প্রতিজ্ঞাবদ্ধ।