নিজস্ব প্রতিবেদক:
জাজিরায় এক নারী মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে জাজিরা থানা পুলিশ। এসময় তার ঘর থেকে ১২৮০ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
শনিবার (২৯-জুলাই) দুপুর দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই হাবিব ও এএসআই বেলালের নেতৃত্বে অভিযান পরিচালনা করে তাকে আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন জাজিরা থানার ওসি মোস্তাফিজুর রহমান।
আটককৃত নারীর নাম ছালমা বেগম (৩৪) সে উপজেলার বড় গোপালপুর ইউনিয়নের পাঁচু মাদবর কান্দি (৪ নং ওয়ার্ড) এলাকার কুখ্যাত মাদক কারবারি মনির মাদবরের স্ত্রী।
এই বিষয়ে জাজিরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, গোপন সংবাদের ভিত্তিতে আমরা জানতে পারি গোপালপুরের একটি বাড়িতে মাদক বেচাকেনা হচ্ছে। এসময় এসআই হাবিব ও এএসআই বেলালের নেতৃত্বে একটি টীম অভিযান পরিচালনা করে ছালমা নামে এক মহিলাকে ১২৮০ পিছ ইয়াবা সহ আটক করতে সক্ষম হয়। তার বিরুদ্ধে নিয়মিত মামলা হবে।