হিজলা প্রতিনিধিঃ
বরিশালের হিজলা উপজেলায় উপজেলা প্রশাসনের আয়োজনে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে জাতীয় শোক দিবস পালন করা হয়েছে।কর্মসূচির মধ্যে রয়েছে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ,
কোরআন খানি,মিলাদ,দোয়া মোনাজাত ও আলোচনা সভা, স্কুল ও মাদ্রাসা শিক্ষার্থীদের নিয়ে চিত্রাংকন,বঙ্গবন্ধুকে নিয়ে উপস্থিত বক্তব্য ও হামদ-নাত প্রতিযোগিদের মধ্যে পুরস্কার বিতরণ, যুবঋণের চেক বিতরণ অনুষ্ঠিত হয়।সকাল ০৯ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে বঙ্গবন্ধু মূড়্যালে পুষ্পস্তবক অর্পণ, স্থানীয় সংসদ সদস্য জনাব পঙ্কজ নাথ এর পক্ষে উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্দ, উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, হিজলা থানা পল্লী বিদ্যুৎ, শিক্ষক সমিতি সহ বিভিন্ন দলীয় সংগঠন, সামাজিক প্রতিষ্ঠান
বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও এনজিও।উপজেলা আওয়ামী লীগের খুন্না বাজারস্থ দলীয় কার্যলয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি সুলতান মাহমুদ টিপু সিকদার সহ নেতৃবৃন্দ ও বিভিন্ন অংগ সংগঠন। এছাড়াও সকল ইউনিয়ন আওয়ামীলীগ নিজ নিজ ইউনিয়নে বিভিন্ন স্থানে দোয়া মোনাজাত ও গনভোজের আয়োজন করে। শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দিবসটি যথাযথ মর্যাদায় পালনের জন্য বিভিন্ন কর্মসূচি গ্রহণ করে। উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে সকাল সাড়ে নয় টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব মোহাম্মদ তারেক হাওলাদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব বেলায়েত হোসেন ঢালী, ভাইস চেয়ারম্যান মোঃ আলতাফ হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান মোসাঃ নাজমা বেগম উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।