মোঃ মাসুদ রানা, ঝিনাইদহ প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলায় মানবপাচার প্রতিরোধ কমিটি (সিটিসি) সক্রিয়করন বিষয়ে উপজেলা পর্ষায়ে প্রশিক্ষনমুলক সভা অনুষ্টিত হয়েছে। রাইট’স যশোর এর আয়োজনে বৃহস্পতিবার দুপুরে উপজেলা পরিষদের সভাকক্ষে অনুষ্টিত সভাতে প্রধান অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গির সিদ্দিকী ঠান্ডু।
কালীগঞ্জ থানার অফিসার্স ইনচার্জ মাহবুবুর রহমানের সভাপতিত্বে সভাতে বক্তব্য রাখেন, কালীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জামির হোসেন, ইউপি চেয়ারম্যান আলী হোসেন অপু, রাইটস যশোরের প্রোগ্রাম অফিসার তপন কুমার বিশ্বাস, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা তাসলিমা বেগম, সলিমুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা বিদৌরা আক্তার, ইসলামী ফাউন্ডেশনের সুপারভাইজার আলমগীর হোসেন, শিশু নিলয় ফাউন্ডেশনের প্রোগ্রাম অফিসার মোয়াজ্জেম হোসেন ও উপজেলা যুব উন্নয়ন, পরিবার পরিকল্পনা, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, জামে মসজিদের খতিব সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কর্মকর্তাগন।
সোনার বাংলা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শিবুপদ বিশ্বাসের সঞ্চালনায় প্রশিক্ষনমুলক সভাতে বক্তাগন বলেন মানব পাচার একটি জঘন্যতম অপরাধ। নারী, শিশু সহ সমাজের নানান পেশার মানুষ এর স্বীকার হয়ে থাকে। এসব প্রতিরোধে অত্র উপজেলার সংশ্লিষ্ট কমিটিকে আরো কার্য্যকর ভূমিকা পালনসহ বেশি বেশি সভা সমাবেশ করে সাধারন মানুষকে সচেতন করার আহবান জানান।