মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
নীলফামারী জেলার জলঢাকা উপজেলার গোলমুন্ডা ইউনিয়নের ব্রাহ্মণপাড়ায় বাসিন্দা মোঃ মনোয়ার হোসেন, পিতা মোঃ নজরুল ইসলাম ৩০/৯/২৩/ ইং শনিবার
দিবাগত রাত আটটায় কে বা কাহারা, পেট্রোল জালনার ভিতর দিয়ে ঘরে নিক্ষেপ করেন। পরের ঘরে থাকা বাসিন্দার বড় ভাই এর বউ এবং বাড়ির লোকজন জানতে পেরে দৌড়ে ঘরের মধ্যে যেয়ে দেখে আগুন তখন তারা। হাউমাউ করে চিল্লাইতে থাকলে, এলাকাবাসীরা শুনে দৌড় দিয়ে আসেন, এসে দেখেন ঘরের ভেতর
আগুন দাউ দাউ করে জ্বলতেছে। তখন তারা পানি দিয়ে ঘড়টিকে নিভানোর চেষ্টা করলে একপর্যায়ে আগুন নিভে যান। কিন্তু ক্ষতি হয় ঘরে আসবাবপত্র যাহা ছিল সব পুড়ে ছাই হয়ে যায়। এবং ক্ষয়ক্ষতির পরিমাণ তিন লক্ষ টাকা,
যাহা এ বিষয়ে স্বচক্ষে দেখেছেন
মোছাঃ রাশিদা বেগম, স্বামী জাহিদুল ইসলাম, মোঃ নজরুল ইসলাম, পিতা মৃত সুবহানউদ্দিন, মোঃ জনি, পিতা মৃত শাহ আলম, হাসানুর রহমান, পিতা মৃত আজিম উদ্দিন, মোঃ আব্দুর রাজ্জাক, পিতা মোঃ নুর সামাদ, সর্বসাং পশ্চিম গুলমুন্ডা ব্রাহ্মণপাড়া বাসিন্দা। রাতের আঁধারে ঘটে এই ঘটনা কেবা কাহারা ঘরের মধ্যে জ্বালিয়ে দেওয়ার চেষ্টা করেছিল। ঘরের বাসিন্দা মোঃ মনোয়ার হোসেন বলেন এ পর্যন্ত কোন কিছু বলতে পারতেছি না যে আমার এত বড় ক্ষতি কে করার চেষ্টা করেছিল। এ পর্যন্ত কারো খোঁজ মেলেনি তবে এ বিষয়ে অভিযোগ দায়ের করেছেন মোঃ মনোয়ার হোসেন জলঢাকা থানায়।