শনিবার, ০৭ সেপ্টেম্বর ২০২৪, ০৭:৪৪ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
পিরোজপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আয়োজনে শহীদি মার্চ অনুষ্ঠিত বাংলাদেশ বিচার বিভাগীয় কর্মচারী অ্যাসোসিয়েশন পিরোজপুর জেলা শাখার কমিটি অনুমোদন গাছ থেকে আমড়া পাড়তে গিয়ে বিদ্যুতে পুড়ে স্কুলছাত্রের মর্মান্তিক মৃত্যু, বিচ্ছিন্ন হয়ে গেছে এক হাত উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত গণভবন হবে জুলাই গণঅভ্যুত্থানের স্মৃতি জাদুঘর। গণ-অভ্যুত্থানের এক মাস পূর্তিতে ড. ইউনূসের বার্তা যৌনকর্মীদের ওপর নির্যাতন বন্ধে ১০ দফা দাবি। সাবেক আইজিপি শহিদুল হক ও আবদুল্লাহ আল মামুন গ্রেফতার সংখ্যালঘু সম্প্রদায়সহ জনগণের সার্বিক নিরাপত্তায় পুলিশ অঙ্গিকারাবদ্ধ : আইজিপি পায়রা জনকল্যাণ সোসাইটির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা সরকার পরিচালনায় ভুলত্রুটি থাকলে ধরিয়ে দিবেন – ডঃ ইউনূস

ঝিনাইদহের কালীগঞ্জ এমইউ কলেজিয়েট স্কুলের পাশে নোংরা আবর্জনার স্তুপ স্বাস্থ্য ঝুঁকিতে কোমলমতি শিক্ষার্থীরা।

  • আপডেট সময় : বুধবার, ৪ অক্টোবর, ২০২৩
  • ৭৮ বার পঠিত

মোঃ মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি:

অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে তীব্র দূর্গন্ধের মধ্যে নিয়মিত ক্লাস করতে হচ্ছে খুদে শিক্ষার্থীদের। এমইউ কলেজিয়েট স্কুলের পাশে ময়লা-আবর্জনা ফেলে স্কুলের পরিবেশ নষ্ট করা হচ্ছে। কালীগঞ্জ পৌসভার ২নং ওয়ার্ড কলেজ পাড়ার কলাহাটা মোড়ের জেলা পরিষদ ডাকবাংলোর পেছনে এমইউ কলেজিয়েট স্কুলটি অবস্থিত। স্কুলে প্রবেশের দ্বিতীয় গেটের সামনে ফেলা হয় কালীগঞ্জ
বাজারের কাচাঁমাল হাট ও কলা হাটের ময়লার অংশ। এ কারণে ময়লার দুর্গন্ধ ও অস্বাস্থ্যকর পরিবেশে শিশু শিক্ষার্থীরা স্বাস্থ্য ঝুঁকিতে রয়েছে। গতকয়েক বছর যাবৎ সেখানে নিয়মিত ভাবে বাজারের ময়লা ফেলে স্কুলের পরিবেশ নষ্ট করা হচ্ছে। এমইউ কলেজিয়েট স্কুলটি ২০০২ সালে স্থাপিত হয়। প্রথমে স্কুলটি সরকারি মাহতাব উদ্দিন কলেজ হেস্টেলে ক্লাসরুম পরিচালনা করা হলেও
বর্তমানে স্কুলটির নিজস্ব ২০শতক জমিতে ৭টি ক্লাস রুম ১টি অফিস রুম ও ১টি অভিভাবকদের বসার জন্য রুম রয়েছে। ১শ ৪৪জন শিক্ষার্থী পড়ালেখা করছে স্কুলটিতে। ১০জন শিক্ষক ও কর্মচারি রয়েছেন। কালীগঞ্জ
উপজেলার বৃহত্তম কৃষিপণ্যের দৈনিক পাইকারি ক্রয় বিক্রয়ের বাজার ও ঐতিহ্যবাহী কলার হাট বসে সপ্তাহে দুই দিন শুক্র ও সোমবার।
কালীগঞ্জ উপজেলার বৃহত্তম কৃষিপণ্যের দৈনিক পাইকারি হাটে প্রায় ১শ টি পাইকারি ও খুচরা বিক্রি ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। দেশের বিভিন্ন এলাকা থেকে কয়েক হাজার ক্রেতা-বিক্রেতা নিয়মিত ওই হাটে কৃষিপণ্য
কেনাবেচা করতে আসেন।
কালীগঞ্জ পৌর সভার ময়লা ফেলার নিজস্ব ময়লার জায়গা থাকলেও ময়লা-আবর্জনা এনে ফেলা হয় এম,ইউ কলেজিয়েট স্কুলের পাশে থাকা ফাঁকা জায়গায়। সেখানে ফেলা হচ্ছে কলার হাট ও কাঁচাবাজারসহ হাটের সব বর্জ্য।
কয়েক বছর যাবৎ এখানে ময়লা ফেলা হলেও পরিষ্কারের বা বর্জ্য অপসারণের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ময়লা-আবর্জনা সেখানেই পচে যায়। এর পর তীব্র দুর্গন্ধ ছড়ায়। এই নোংরা পরিবেশেই চলাফেরা করতে হয় এলাকাবাসী ও স্কুলের খুদে শিক্ষার্থীদের। অস্বাস্থ্যকর, নোংরা পরিবেশে তীব্র দূর্গন্ধের মধ্যে নিয়মিত ক্লাস করতে হচ্ছে খুদে শিশু শিক্ষার্থীদের। শ্রেণীকক্ষের দরজা-জানালা বন্ধ করেও দুর্গন্ধের থেকে রেহাই পাচ্ছেন না শিক্ষক ও
শিক্ষার্থীরা। অভিভাবক দিপংকর সিকদার জানান, আমরা আমাদের বাচ্চাদের নিয়ে ওই রাস্তা দিয়ে যেতে পারিনা।ওখানে সাপ পোকামাকড়েরও ভয় আছে। আমাদের বাচ্চারা ওই রাস্তা দিয়ে যেতে খুব ভয় পায়। বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থী জানায়, বাড়ী থেকে বিদ্যালয়ে আসা-যাওয়ার সময় তাদের কষ্ট হয়। মশা-মাছির উৎপাত বেশি। ময়লা-আবর্জনা নিয়ে তাদের শরীরে মশা-মাছি বসে। দুর্গন্ধের জন্য মাঝে মধ্যে শ্রেণীকক্ষের দরজা জানালা বন্ধ করে তাদের পাঠদান করানো হয়।
এমইউ কলেজিয়েট স্কুলের প্রধান শিক্ষক বাশারুল ইসলাম জানান,আমি ২ নং ওয়ার্ডের কাউন্সিলর রুবেল মিয়াকে ময়লা ফেলার বিষয়টি জানিয়ে ছিলাম
তারপর থেকে ময়লা ফেলা কিছুটা কমলেও এখন আবারও সেই আগের মতো ময়লা ফেলা হচ্ছে। ময়লার দূর্গন্ধে আমার শিক্ষার্থীদের অনেক অসুবিধা হচ্ছে। তিনি আরও জানান জেলা পরিষদ ডাকবাংলোতে কোন অনুষ্ঠান হলে নোংরা পানি ও ময়লা ফেলে স্কুলের যাবার রাস্তার পরিবেশ নষ্ট করা হচ্ছে।
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মকর্তা আলমগীর হোসেন জানান, দীর্ঘদিন পচা দূর্গন্ধ নাকে গেলে শিশুদের শ্বাসনালীতে বিভিন্ন ইনফেকশন দেখা দিতে পারে।
কালীগঞ্জ পৌরসভার মেয়র আশরাফুল আলম আশরাফ জানান, আমি কয়েক বার ওখানে ময়লা ফেলা বন্ধ করেছি। কলাহাটের পরিছন্ন কর্মীরা ওখানে ময়লা ফেলে।
আমি জায়গাটি পরিদর্শন করবো যদি সম্ভব হয় জায়গাটা তারকাটার বেড়া দিয়ে ঘিরে দিবো। ময়লা আবর্জনার দূর্গন্ধে কোমলমতি শিশুদের অনেক কষ্ট হয়। অমি খুব তাড়াতাড়ি সুন্দর একটা স্থায়ী সমাধান করবো।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইশরাত জাহান জানান, বিষয়টি আমার জানা ছিলো না । আমি মেয়র মহোদয়ের সাথে কথা বলে ময়লা ফেলানো বন্ধ করবো।

সংবাদটি শেয়ার করুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরও খবর

ফেসবুকে আমরা

© All rights reserved © 2022 daily Ajker Songram
Customized By Shakil IT Park