মোঃ আহাজ উদ্দীন, সাতক্ষীরা:
আজ ০৪ অক্টোবর ২০২৩ বিকাল ৩টায় সাতক্ষীরা আঞ্চলিক পাসপোর্ট অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সাথে জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির “দুর্নীতি বিরোধী মতবিনিময় সভা” অনুষ্ঠিত হয়েছে, অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন মোঃ সাখাওয়াত হোসেন, সহকারী পরিচালক, দুর্নীতি দমন কমিশন খুলনা। বিশেষ অতিথি হিসেবে উপস্হিত ছিলেন ডা. আবুল কালাম বাবলা, সহ-সভাপতি, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা। অধ্যাপক মোঃ মোজাম্মেল হোসেন, সাধারণ সম্পাদক, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা। অনুষ্ঠানে সভাপতিত্ব মোঃ মনিরুজ্জামান, সহকারী পরিচালক, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সাতক্ষীরা।
অনুষ্ঠানে প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন সেবা গ্রহিতাদের সাথে ভালো আচরণ, সরকারি দায়িত্ব পালনে নিয়মনীতি মান্য করা, সময় মতো অফিস ও ব্যবস্থাপনা ঠিক রাখা, সেবা দানকারীদের রুমের সামনে সেবাকর্ম নির্দেশনা টানিয়ে দেওয়া। তিনি আরো বলেন এখন মতবিনিময় সভা করতে আসেছি দুর্নীতির অভিযোগ থাকলে নিয়মানুযায়ী অভিযান করা হবে।
অনুষ্ঠানে নাগরিক কমিটির সভাপতি তার বক্তব্যে বলেন ভালো ব্যবহার, বাহিরে দুর্নীতির কথা শুনি যা হয়, এমনটা যেনো না শুনি, কর্মকর্তা কর্মচারীরা সুনাম নিয়ে যেতে পারে যেনো এমনভাবে সেবা প্রদান করা।
অনুষ্ঠানে দুর্নীতির প্রতিরোধ কমিটির সহ-সভাপতি বলেন দায়িত্ব কর্তব্যে আন্তরিক হতে হবে, পাসপোর্ট করতে আসা সেবা গ্রাহকদের সেবা বঞ্চিত করা যাবে না, কারোর সমস্যা থাকলে ভালো ভাবে বুঝিয়ে সেবা দেওয়ার চেষ্টা করতে হবে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মোঃ সাকিবুর রহমান, সদস্য, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি, সাতক্ষীরা।