মোঃ মাসুদ রানা,বিশেষ প্রতিনিধি:
ঝিনাইদহের কালীগঞ্জে কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২৩-২০২৪ অর্থ বছরে খরিপ গ্রীস্মকালীন পেয়াজ আবাদ ও উৎপাদন বৃদ্ধির লক্ষে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামুল্যে পেয়াজ বীজ,সার বিতরন করা হয়েছে।
বৃহষ্পতিবার সকাল ১১টায় কালীগঞ্জ উপজেলা কৃষি অফিসের আয়োজনে উপজেলা পরিষদের অডিটোরিয়ামে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঝিনাইদহ ৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনার।
উপজেলা নির্বাহী অফিসার ইসরাত জাহানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিক ঠান্ডু, উপজেলা কৃষি অফিসার মাহবুব আলম রনি,উপজেলা মৎস্য অফিসার মো: হাসান
সাদ্দাদ, উপজেলা ভাইস চেয়ারম্যান শিবলি নোমানী, শাহনাজ পারভীন প্রমুখ।
অনুষ্ঠানে কালীগঞ্জ উপজেলার ১১টি ইউনিয়ন এবং ১টি পৌরসভার ৩০০ কৃষককে ১ কেজি পিয়াজের বীজ, ২০ কেজি ডিএপি, ২০ কেজি এমওপি,৫০০ গ্রাম নাইলন সুতালি, ১ রোল পলিথিন,৫০ মিলি ছত্রাক নাশক
এবং জমি তৈরি, বাশক্রয়,শ্রমিকবাবদ ২৮শ টাকার সহায়তা প্রদান করা হয়