নিজস্ব প্রতিবেদক:
বরগুনায় আইনজীবী সমিতির আইনজীবীদের সাথে বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি ও ২১ আগস্ট গ্রেনেড হামলার বিচারক শাহেদ নুরউদ্দিন এর সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (০৫ অক্টোবর) সকাল ১০ টায় সমিতির সভাপতি অ্যাডঃ মোঃ আক্তারুজ্জামান বাহাদুরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক অ্যাড. আতিকুল হক এর সঞ্চালনায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয় বরগুনা জেলা আইনজীবী সমিতির মিলনায়তনে।
মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শাহেদ নুরউদ্দিন। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরগুনা জেলা দায়রা জজ মোঃ রফিকুল ইসলাম, নারী ও শিশু নির্যাতন ট্রাইবুনালের বিচারক মশিউর রহমান খান, অতিরিক্ত জেলা ও দায়রা জজ এফএম মেজবাহুল হক, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মুহাম্মাদ মাহবুব আলম, বিজ্ঞ পিপি ও জিপিসহ বিজ্ঞ আইনজীবীবৃন্দ।
সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, বরগুনা জেলার বিচার বিভাগের সকল বিচারকগন, আইনজীবী সমিতির সদস্য বৃন্দ, গণমাধ্যম কর্মী, পুলিশ প্রমুখ।
বাংলাদেশ সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের মাননীয় বিচারপতি শাহেদ নুরউদ্দিন বলেন, কোর্ট ভিজিট করে দেখলাম অন্য জেলার চেয়ে বরগুনা জেলার মামলার নিষ্পত্তির হার অনেক বেশি। এটা সত্যি প্রশংসনীয় বরগুনার জন্য। এবং বরগুনা বার এবং বেন্স এর সাথে গভীর সম্পর্ক এটা দেখে আমার খুব ভালো লেগেছে।
তিনি আরো বলেন, এখানকার মানুষ অস্প্রদায়িক সাংস্কৃতিকমনা এবং সচেতন পরিপাটি এটা দেখে আমি বিমোহিত।
অন্য দিকে গত দুইতিন ধরে আমতলী, পাথরঘাটা ও বেতাগী ঘুরে বিভিন্ন পর্যটন স্পট ঘুরে পর্যটন সম্ভাবনাময় বরগুনার তিনি তিনি অতুলনীয় প্রশংসা করেছেন।