মোঃ আল আমিন ইসলাম
নীলফামারী জেলা প্রতিনিধি:
*নীলফামারীর জলঢাকা থানায় ০৭ জন জুয়াড়ি সহ মোট ০৮ জন গ্রেফতার। নীলফামারী জেলার মাননীয় পুলিশ সুপার জনাব,মোঃ গোলাম সবুর পিপিএম এর দিকনির্দেশনায়, জলঢাকা থানার অফিসার ইনচার্জ, মোঃ মুক্তারুল আলম ও ইন্সপেক্টর (তদন্ত)জনাব শ্রী দেবাশীষ রায় এর নেতৃত্বে জলঢাকা থানার বিশেষ অভিযান টীম রাতভর অভিযান চালিয়ে জুয়া খেলা অবস্থায় যাদেরকে ধরেন, আসামি ০১/মোহাম্মদ আনোয়ার ইসলাম পিতাঃ-আব্দুর রহমান ০২/মোঃ- এরশাদ আলী পিতা মৃত আশরাফ আলী ০৩/মোঃ- নয়ন ইসলাম পিতাঃ-মৃত তখনউদ্দিন ০৪/মোঃ আসাদুল ইসলাম পিতা-মোঃ আনসারুল ইসলাম ০৫/মোঃ- মনসুর ইসলাম পিতা-মৃত মতিউর রহমান ০৬/মোঃ- মোশারফ হোসেন পিতাঃ-মিতা আব্দুল জব্বার ০৭/মোঃ মুকুল ইসলাম পিতা- মোঃ আব্দুল মজিদ সকলের গ্রাম গোপালঝাড় থানাঃ- জলঢাকা জেলাঃ-নীলফামারীগনদের গ্রেফতার করা হয়। তাহাদের বিরুদ্ধে জলঢাকা থানার মামলা নং-১৪(১০)২৩ রুজু করা হয়। ওপর দিকে নাঃশিঃ নি মামলা নং-১১(১০)২৩ এর আসামি ০৮/ মোঃ- হাবিব মোস্তফা পিতা মোঃ সুরত আলী গ্রামঃ- শিমুলবাড়ি সকলের থানাঃ- জলঢাকা জেলা নীলফামারী সহ মোট ০৮ জনকে গ্রেপ্তার করিয়া পুলিশ স্কটের মাধ্যমে বিজ্ঞ আদালতের সোপর্দ করা হয়েছে।