সানাউল্লাহ রেজা শাদ, বরগুনাঃ
রবিবার (২৯ অক্টোবর) আওয়ামী লীগ ও বিএনপি'র পাল্টাপাল্টি কর্মসূচি থাকলেও বরগুনায় কোন ধরনের প্রভাব দেখা যায়নি।জেলা সদর থেকে ঢাকামুখী পরিবহন সকালে ছেড়ে না গেলেও আন্তঃজেলা বাস চলাচল করছে। জেলা সদরসহ উপজেলা সদরে সকল ব্যাবসা প্রতিষ্ঠান খোলা ছিলো।
সকাল ১০ টার দিকে কেন্দ্রীয় সিদ্ধান্ত মোতাবেক সারা দেশের ন্যায় বরগুনা জেলা আওয়ামীলীগের আয়োজনে আওয়ামীলের দলীয় কার্যালয় থেকে জেলা আওয়াম লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবিরের নেতৃত্বে বিক্ষোভ শেষে প্রেসক্লাব চত্তরে শান্তি সমাবেশ অনুষ্টিত হয়।
একসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান জাহাঙ্গীর কবির, পৌর মেয়র আ্যাডঃ কামরুল মহারাজ, আঃ মোতালেব মৃধা,আব্বাস হোসেন মন্টু, আ্যাডঃ শাহজাহান,সিদ্দিকুর রহমান,রইসুল আলম রিপন, বরগুনা জেলা আওয়ামী যুবলীগ সভাপতি রেজাউল উল করিম আ্যটম।
বক্তাব্যে বক্তারা বলেন - বিএনপি সমাবেশের নামে অগ্নিসংযোগ, হামলা ও ভাঙচুর চালিয়েছে। পরে সে সমাবেশ পণ্ড হওয়ার পর সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে। এ হরতালের নাম করে যাতে তারা আর কোনো নাশকতা করতে না পারে সেজন্য আওয়ামী লীগ শান্তি সমাবেশ করছে। জনগণের জানমালের নিরাপত্ত্বায় আমরা প্রস্তুত আছি।
অপরদিকে বিএনপি ঘোষিত আজকে দেশব্যাপী সকাল সন্ধা হরতালে বরগুনা শহরে জীবনযাত্রা ছিলো প্রতিদিনের মত স্বাভাবিক। হরতালের সমর্থনে বিএনপি'র কোন নেতা-কর্মীরা রাজপথে ছিলোনা।জেলা বিএনপি'র তালাবন্ধ কার্যালয় চত্তরে সকাল থেকে পুলিশ অবস্হান করছে।
হরতাল ডেকে মাঠে না থাকার বিষয় জেলা বিএনপি'র সাবেক সভাপতি নজরুল ইসলাম মোল্লা বলেন-বিএনপি'র ও সহযোগি সংগঠনের নেতা-কর্মীরা ঢাকায় সমাবেশের জন্য অবস্হান করছেন। হরতালের কারনে কেউ বরগুনায় যেতে না পারায় আমরা মাঠে নেই।
এছাড়াও বরগুনার জনগুরুত্বপূর্ণ ও প্রতিটা মোরে পুলিশ অবস্থান করছেন।
প্রকাশক : শহিদুল ইসলাম
সম্পাদক : এম,এস,এ রেজা
প্রকাশক : 01746808322
সম্পাদক : 01712340047
ইমেইল : dailyajkersongram@gmail.com
Copyright © 2024 দৈনিক আজকের সংগ্রাম. All rights reserved.